menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কানতে চাই

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কানতে চাই

পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই

আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কানতে চাই

না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে

না পারিলাম পিরিতের ওই সোনার পাখি ধরতে

না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে

না পারিলাম পিরিতের ওই সোনার পাখি ধরতে

আমি এ কূল থেকে ও কূল গেলাম

ঘাটে ঘাটে নাও ভিড়াইলাম

এ কূল থেকে ও কূল গেলাম

ঘাটে ঘাটে নাও ভিড়াইলাম

আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই

আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কানতে চাই

না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে

না পাইলাম কূল কারো মনে, না ভাসলাম অকূলে

না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে

না পাইলাম কূল কারো মনে, না ভাসলাম অকূলে

তোমায় নাইবা পেলাম এই জনমে

সঙ্গী হবো তোমার সনে

নাইবা পেলাম এই জনমে

সঙ্গী হবো তোমার সনে

সকল বান্ধন ছিঁড়া যখন ওই পারেতে যাই

আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কানতে চাই

পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই

আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কানতে চাই

Taposh/Rathindranath Roy থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে