menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
এলো না

সে এলো না

এলো না, এলো না, এলো না

এলো না, এলো না

তাই ডুবুরি-ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না

ডুবুরি-ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না

ডুবুরি-ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না

ডুবুরি-ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না

ধিন তাকেধিন, ধিন তাকেধিন, ধিন তাকেধিন, ধিন তাকেধিন

ধিন তাকেধিন, ধিন তাকেধিন, ধিন তা

ধিন তাকেধিন, ধিন তাকেধিন, ধিন তাকেধিন

মন পেল কি না পেল নাইবা

এখনই, তখনই, যখনই ভাবি না

মন পাব কি না পাব

এখনই, তখনই, যখনই ভাবি না

মন পাব কি না পাব

মেনেও মানি না, জেনেও জানি না

ভুলে যাব কি না যাব

চোখের ঝিনুকে ব্যথার মুকুতা

শুধু ঝরে যেতে চায়

এখন কী করি উপায়?

আহা ডুবুরি-ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না

ডুবুরি-ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না

ধিন তাকেধিন, ধিন তাকেধিন, ধিন তাকেধিন, ধিন তাকেধিন

ধিন তাকেধিন, ধিন তাকেধিন, ধিন তা

ধিন তাকেধিন, ধিন তাকেধিন, ধিন তাকেধিন

মন পেল কি না পেল নাইবা

কী ছিল, কী আছে, কী হবে, কী র'বে

কারে ডেকে আর বলি

কী ছিল, কী আছে, কী হবে, কী র'বে

কারে ডেকে আর বলি

কে জানে, কে মানে, কী ব্যথা এ প্রাণে

এ কী জ্বালাতে যে জ্বলি

খনির মনি কি মেলে গো কখনও

বিষে দেহ জ্বলে যায়

এখন কী করি উপায়?

আহা ডুবুরি-ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না

ডুবুরি-ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না

ডুবুরি-ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না

ডুবুরি-ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না

এল না

সে এল না

এল না

এল না, এল না, এল না

এল না, এল না

Tarun Banerjee থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে