menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
নড়বড়ে খুব চাকরি আমার

আছে যাওয়া-আসায়

কেমন করে রাখছি ধরে

যায় না বলা ভাষায়

নড়বড়ে খুব চাকরি আমার

আছে যাওয়া-আসায়

কেমন করে রাখছি ধরে

যায় না বলা ভাষায়

Boss বলেছে sell না হলে

Fail করা লোক নিয়ে

গঙ্গাজলে ভাসিয়ে দেবে

বিসর্জনে দিয়ে

অফিস শেষে যদি

আমি বাসা-বাসা করি

আমার নামে মামলা দেবে

পুলিশ নেবে ধরি

Boss বলেছে নিয়েম মেনে

কাজের মানুষ হতে

KPI-তে ১০০ দেবে

চললে ওনার মতে

নড়বড়ে খুব চাকরি আমার

আছে যাওয়া-আসায়

কেমন করে রাখছি ধরে

যায় না বলা ভাষায়

নড়বড়ে খুব চাকরি আমার

আছে যাওয়া-আসায়

কেমন করে রাখছি ধরে

যায় না বলা ভাষায়

চাইলে ছুটি আঁতকে ওঠে

অবাক চেয়ে রয়

যায় না বোঝা মনে মনে

কত কী যে কয়

Boss বলেছে ছুটি কীসের

এটাই কাজের time

বিশ্রাম বা বাড়ির কাজে

ছুটি নেয়া crime

অফিস শেষে যদি

আমি বাসা-বাসা করি

আমার নামে মামলা দেবে

পুলিশ নেবে ধরি

Boss বলেছে নিয়েম মেনে

কাজের মানুষ হতে

KPI-তে ১০০ দেবে

চললে ওনার মতে

নড়বড়ে খুব চাকরি আমার

আছে যাওয়া-আসায়

কেমন করে রাখছি ধরে

যায় না বলা ভাষায়

নড়বড়ে খুব চাকরি আমার

আছে যাওয়া-আসায়

কেমন করে রাখছি ধরে

যায় না বলা ভাষায়

বছর শেষে bonus দেবে

পাবো অনেক টাকা

সেই টাকাতে গাড়ি না পাই

কিনতে পাবো চাকা

চাকাগুলো জমিয়ে নিয়ে

চারটা চাকা হলে

ঠেলা গাড়ি বানিয়ে নিয়ে

গ্রামেই যাবো চলে

তারপর আর ফিরবো না রে

এই শহরের পথে

এর চেয়ে ভালো বাদাম বেচা

গ্রামের রাস্তাঘাটে

মাটির একটা ঘর বানিয়ে

জরিনারে সাথে নিয়ে

বাসবো ভালো খালি

Boss-এর কথা পড়লে মনে

সকাল বিকেল সন্ধ্যে ক্ষণে

হাওয়ায় দেবো গালি

নড়বড়ে খুব চাকরি আমার

আছে যাওয়া-আসায়

কেমন করে রাখছি ধরে

যায় না বলা ভাষায়

নড়বড়ে খুব চাকরি আমার

আছে যাওয়া-আসায়

কেমন করে রাখছি ধরে

যায় না বলা ভাষায়

Tasrif Khan/Tanbhir Siddiki থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে