menu-iconlogo
huatong
huatong
tausif--cover-image

বৃষ্টি ঝরে যায়

Tausifhuatong
লিরিক্স
রেকর্ডিং
বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে

সখিগো নিলা না খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমার পথে

সখিগো নিলা না খবর মনেতে

বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে

সখিগো নিলা না খবর মনেতে

তোমারো চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর

আমাকে মনে করে সারাটি বেলা

যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি

ভুলে কি গেছ সব হৃদয়ের কথা

বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে

সখিগো নিলা না খবর যতনে

তোমারো চোখে কি দিন কাটে বছর হয়ে

হীম ঝড় বয়ে যায় সারাটি বেলা

যত মিনতি থাকে , করেছি তোমাকে আমি

আসনি ফিরে , আছি একা

বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে

সখিগো নিলা না খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমার পথে

সখিগো...নিলা না খবর মনেতে

বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে

সখিগো নিলা না খবর যতনে

Tausif থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে