গানটি আপলোড করেছেন "ডার্ক__মিউজিক" 
==== 
অন্ধকারে মাটির ঘরে চলে যেতে হয় 
বন্ধুবান্ধব ভাই পরিজন কেহ কারো নয় 
অন্ধকারে মাটির ঘরে চলে যেতে হয় 
বন্ধুবান্ধব ভাই পরিজন কেহ কারো নয় 
গানটি আপলোড করেছেন "ডার্ক__মিউজিক" 
==DARK__MUSIC== 
বাড়ি গাড়ি টাকা কড়ি যতই মোরা চাই 
সাদা কাফন বড়ই আপন অন্তিম সময় 
বাড়ি গাড়ি টাকা কড়ি যতই মোরা চাই 
সাদা কাফন বড়ই আপন অন্তিম সময় 
চারি কোনাতে ধরিস স্বজন যখন রওনা হয় 
যাত্রা শুরুর অভিমুখে অব্যক্ত ভাষায় 
মা জননী কাইন্দা পিছে কয়... 
কোথায় বাজান আমার বুকে আয় 
মা জননী কাইন্দা পিছে কয়... 
কোথায় বাজান আমার বুকে আয় 
অন্ধকারে মাটির ঘরে চলে যেতে হয় 
বন্ধু বান্ধব ভাই পরিজন কেহ কারো নয় 
গানটি আপলোড করেছেন "ডার্ক__মিউজিক" 
==== 
অবশেষে শুয়ায় দিয়া মাটিচাপা দাও 
একলা আমায় ফালায় থুইয়া কভু না খাড়াও 
অবশেষে শুয়ায় দিয়া মাটিচাপা দাও 
একলা আমায় ফালায় থুইয়া কোথায় চইলা যাও 
ফেরেশতা আসিয়া মোরে অনেক কথাই কয় 
সময়কালে মাবুদ খোদার নাম কি নিছো হায় 
ও দুনিয়ার মনুষ্য সবাই 
হেলায় খেলায় সময় বইয়া যায় 
ও দুনিয়ার মনুষ্য সবাই 
হেলায় খেলায় সময় বইয়া যায় 
অন্ধকারে মাটির ঘরে চলে যেতে হয় 
বন্ধুবান্ধব ভাই পরিজন কেহ কারো নয় 
অন্ধকারে মাটির ঘরে চলে যেতে হয় 
বন্ধুবান্ধব ভাই পরিজন কেহ কারো নয় 
কেহ কারো নয়, কেহ কারো নয় 
কেহ কারো নয়, কেহ কারো নয়