menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
সহজ মানুষ

ভজে দেখনারে মন

দিব্যজ্ঞানে

সহজ মানুষ

ভজে দেখনারে মন

দিব্যজ্ঞানে

পাবিরে অমূল্য নিধি

পাবিরে অমূল্য নিধি

বর্তমানে

বর্তমানে

সহজ মানুষ

ভজে দেখনারে মন

দিব্যজ্ঞানে

সহজ মানুষ

ভজে দেখনারে মন

দিব্যজ্ঞানে

ভজ মানুষের চরণ দুটি

নিত্য বস্তু হবে খাঁটি

ভজ মানুষের চরণ দুটি

নিত্য বস্তু হবে খাঁটি

মরিলে সব হবে মাটি

মরিলে সব হবে মাটি

ত্বরায় এই ভেদ লও জেনে

ত্বরায় এই ভেদ লও জেনে

সহজ মানুষ

ভজে দেখনারে মন

দিব্যজ্ঞানে

সহজ মানুষ

ভজে দেখনারে মন

দিব্যজ্ঞানে

শুনি ম'লে পাবো বেহেস্তখানা

তা শুনে তো মন মানে না

শুনি ম'লে পাবো বেহেস্তখানা

তা শুনে তো মন মানে না

বাকির লোভে নগদ পাওনা

বাকির লোভে নগদ পাওনা

কে ছাড়ে এই ভুবনে

কে ছাড়ে এই ভুবনে

সহজ মানুষ

ভজে দেখনারে মন

দিব্যজ্ঞানে

সহজ মানুষ

ভজে দেখনারে মন

দিব্যজ্ঞানে

আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা

জানতে হয় নামাজের বেনা

আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা

জানতে হয় নামাজের বেনা

বিশ্বাসীদের দেখাশুনা

লালন কয় এই ভুবনে

লালন কয় এই ভুবনে

সহজ মানুষ

ভজে দেখনারে মন

দিব্যজ্ঞানে

সহজ মানুষ

ভজে দেখনারে মন

দিব্যজ্ঞানে

The Folk Diaryz থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে