menu-iconlogo
huatong
huatong
avatar

Ekhono Shey Brindabone

Tina Ghoshalhuatong
সোহাগ(আর্ক)huatong
লিরিক্স
রেকর্ডিং
...এখনো সেই বৃন্দাবনে...

........ভবা পাগলা......

আপলোডঃ সোহাগ (আর্ক)

...স্টারমেকার আইডি...

ফেসবুকঃ পাগলা মানুষ

আজও সেই রাধারানী

বাঁশির সুরে পাগলিনী

আজও সেই রাধারানী

বাঁশির সুরে পাগলিনী

অষ্টসখীর শিরমনি

অষ্টসখীর শিরমনি

নবসাজেরে।

এখনও সেই বৃন্দাবনে

বাঁশি বাজেরে।

এখনও সেই বৃন্দাবনে

বাঁশি বাজেরে।

কালার বাঁশি শুনে বনে বনে।

বাঁশি শুনে বনে বনে।

ময়ূর নাচেরে।

আশা ছিলো মনে মনে

যাবো আমি বৃন্দাবনে।

আশা ছিলো মনে মনে

যাবো আমি বৃন্দাবনে।

ভবা পাগলা মায়ের কোলে।

ভবা পাগলা মায়ের কোলে।

কোন সাধনায় রে....?

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে।

যেকোনো গানের মিউজিক পেতে

...উত্তম রায় সোহাগ...

.........কল করুন.....

Tina Ghoshal থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে