menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার ঐ মুখের হাসি

tomar oi mukher hasihuatong
লিরিক্স
রেকর্ডিং
১)তোমার ঐ মুখের হাসি

আমি খুব ভালোবাসি

তোমার ঐ মুখের হাসি

আমি খুব ভালোবাসি

২)তুমি হাসলে বুঝি,

আসে বসন্ত

জুঁই, চামেলী, গোলাপ, বকুল শেফালী,

ফুল ফোটে রাশি রাশি

ফুল ফোটে রাশি রাশি

৩)তোমার ঐ মুখের হাসি

আমি খুব ভালোবাসি...

৪)হরিণীর মতো দু'টি

টানা টানা চোখ

দু'চোখে কিযে মায়া

রেশমের মতো তুলতুলে কালো চুল

চাঁদেতে মেঘের ছায়া

৫)হরিণীর মতো দু'টি টানা টানা চোখ

দু'চোখে কিযে মায়া

রেশমের মতো তুলতুলে কালো চুল

চাঁদেতে মেঘের ছায়া

৬)সবুজ ঘাসে, রাখলে চরণ

শিশির বিন্দু হয় উদাসী

তোমার ঐ মুখের হাসি

আমি খুব ভালোবাসি

৭)আলতা রাঙা দু'টি

ভেজা ভেজা ঠোঁট

ও ঠোঁটেই ভ্রমর আসে

কোকিলার মতো সুরে সুরে কথা কও

গান হয়ে প্রাণে ভাসে

৮)আলতা রাঙা দু'টি

ভেজা ভেজা ঠোঁট

ও ঠোঁটেই ভ্রমর আসে

কোকিলার মতো সুরে সুরে কথা কও

গান হয়ে প্রাণে ভাসে

৯)করেছো তুমি, মনটি হরণ

তোমার নামটি প্রেম পিয়াসী

তোমার ঐ মুখের হাসি

আমি খুব ভালোবাসি

তোমার ঐ মুখের হাসি

আমি খুব ভালোবাসি

১০)তুমি হাসলে বুঝি, আসে বসন্ত

জুঁই, চামেলী, গোলাপ, বকুল শেফালী,

ফুল ফোটে রাশি রাশি

ফুল ফোটে রাশি রাশি

হু হু হু, হু হু হু হু

আ হা হা, আ হা হা হা

ধন্যবাদ সবাইকে

আপনার পছন্দ হতে পারে