মেয়ে""আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া
*ফুলের মালা দিয়া
*ফুলের মালা দিয়া
হে গো খুসি মনে বইছে দামান
রুমাল মুখে দিয়া
হে গো হাসি মনে বইছে দামান।
রুমাল মুখে দিয়া ।
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া
হে গো কইন্যার মায়ে কান্দোইন করোইন
উন্দালে বসিয়া,
হে গো কইন্যার মায়ে কান্দোইন করোইন
উন্দালে বসিয়া।
আমার এতো মায়ার পুরি আমি
কেমনে দিতাম বিয়া
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া।
ছেলে""পালস্ক সাজানো হলো,
ফুলের মালা দিয়া
দামান আসিয়া পরছে দেখো,
মুক রুমাল দিয়া।
দিতাম না তো ডুকতে,
চালু ভেতর সবে গিয়া
দামানের টেকা সব নিমু,
ফিতা কাটাইয়া নিয়া।
আমরার পুরি বহুত ভালা
কিতা ভাবছো মিয়া
আমরার চখোত ধুলা দিয়া,
যাইবা পুরি নিয়া
আছোইন,যতো চাচা,খালা,নানা,দাদা,নাতি
আক্কোয়া সবে হাসি মুখে,
নাচি,গাই আর মাতি।
ময়ে""এগো হাসি মনে বইছে দামান।
রুমাল মুখে দিয়া ।
এ গো খুসি মনে বইছে দামান
রুমাল মুখে দিয়া
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া
হায়গো কন্যার বাবার মনমরা
কান্দন ও দেখিয়া
এগো কন্যার বাবার মনমরা
কান্দন ও দেখিয়া
আমার ঘরুর লুকি কিলা
দিতাম বিদায়ও করিয়া
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া
হে গো হাসি মুকে বইছে দামান।
রুমাল মুখে দিয়া ।
হে গো খুসি মনে বইছে দামান
রুমাল মুখে দিয়া
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া
আমি পালস্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া
?ধন্যবাদ সবাইকে ?