menu-iconlogo
huatong
huatong
avatar

dura kothau ase bosa

Tousifhuatong
লিরিক্স
রেকর্ডিং
দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছু’তে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়

এই মনের আহলাদ আসোনা ছুটে

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছু’তে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসোনা ছুটে

অনুরাগে ঝরে চাঁদও আজ

এ লগনেও এলেনা

অনুভব নিশ্চুপ আজ

কথা যে বলেনা

ভাল যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসোনা..

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছু’তে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসোনা ছুটে

নীল আচল নিরমল হাওয়া

এ লগনেও এলেনা,

অচেতন থাকে মন

নিষ্প্রান যত ভাবনা

ভাল যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসোনা

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছু’তে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়

এই মনের আহলাদ আসোনা ছুটে

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছু’তে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসোনা ছুটে

Tousif থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে