menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
প্রথম কলেজের দিনটা

আজও ঠিক মনে পড়ে সিনটা

দাদা-দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে

আমার চোখটা করে ভন ভন

সুইটহার্ট, আই অ্যাম সিটিং অ্যালোন

সুইটহার্ট, ফর মি দেয়ার ইজ নান

ঢোক গিলে চলে গেল প্রথম মাস

মেয়ে দেখলেই ফেলি দীর্ঘশ্বাস

মেয়ে দেখলেই ওঠে নাভিশ্বাস

মেয়েরা ভীষণ স্মার্ট

পরে শুধু মিনিস্কার্ট

আমারই যে শীত করে কন কন কন

তারপরে কেটে গেল মাস চার

ফিউজ হল যে কত ফিউচার

বন্ধুরা বাস তুলে একে ওকে তাকে তোলে

আমার প্রাণটা করে চনমন চনমন

একদিন লন থেকে বেরিয়ে

এক তনয়ার দিকে তাকিয়ে

হট করে কি যে হল মগজটা ঘুরে গেল

তার কানের সামনে করি ঘ্যান ঘ্যান ঘ্যান

তারপরে ক্লাস হতো এহুয়ায়

একদিন তাকে দেখে আমাকে সাইডে রেখে

সজোরে সে হাঁটা দিল হন হন হন

সুইটহার্ট, আই'ম ওয়াকিং অ্যালোন

কাটিয়ে গোটা পাঁচ উইকএন্ড

সাথে নিয়ে এল এক বয়ফ্রেন্ড

আর আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলল

এ আমার কেউ নয়

পিসতুতো ভাই হয়

শুনে মোর মাথা ঘোরে ভন ভন ভন

Upal/Annindya/Abhijeet Bhattacharya/Chandril থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে