গানঃ তুমি বলোনা কিছু বলোনা
শিল্পীঃ এন্ডু কিশোর ও কনকচাঁপা
Track Arranged By Forhad
<=Tune Of Heart Family=>
[M]তুমি বলোনা, কিছু বলোনা,
না না না, কোনো কথা বলো না,
চেয়ে চেয়ে থাকো দু'চোখে,...
বুঝে নাও না,নাও না আমি কত,
ভালোবাসি তোমাকে
বুঝে নাও না,নাও না আমি কত,
ভালোবাসি তোমাকে
[F]আমি বলবো না, কিছু বলবো না,
না না না,কোনো কথা বলবো না,
চেয়ে চেয়ে রবো দু'চোখে,...
আমি জানি জানি তুমি কত,
ভালোবাসো আমাকে
আমি জানি জানি তুমি কত,
ভালোবাসো আমাকে
<==আপলোড বাই ফরহাদ==>
নিত্য নতুন গান পেতে আমাকে ফলো করুন
-===FORHAD=TOH===-
======অপেক্ষা করুন=====
[M]অনেক চাওয়ার পরে,তোমাকে যদি পাই,
মরনের হাত থেকে,যেনো আমি বেঁচে যাই ও ও,,,
[F]অনেক পাওয়ার পরে তোমাকেই আরও চাই,
হৃদয়ের মাঝখানে চিরদিন দিও ঠাই।
[M]প্রাণ হয়ে আছো এ বুকে,,,
বুঝে নাও না,নাও না আমি কত
ভালোবাসি তোমাকে
[F]আমি জানি জানি তুমি কত,
ভালোবাসো আমাকে
<==আপলোড বাই ফরহাদ==>
=>Like For Next Song<=
======অপেক্ষা করুন=====
[F]চাঁদেরই আলো নিয়ে নয়নে জালো দ্বীপ,
ফাগুনের রঙ নিয়ে কপালেতে আঁকো টিপ ও ও।
[M]প্রেমের ও পরাগ মাখা, তুমি যে মাটির ফুল,
সৌরভে দাও ভরে জীবনের দুটি কুল
[F]জান হয়ে আছো এ বুকে....
আমি জানি জানি তুমি কত,
ভালোবাসো আমাকে
আমি জানি জানি তুমি কত,
ভালোবাসো আমাকে
[M]তুমি বলোনা কিছু বলোনা,
না না না,কোনো কথা বলোনা,
চেয়ে চেয়ে থাকো দু'চোখে,
[F]আমি জানি জানি তুমি কত,
ভালোবাসো আমাকে
আমি জানি জানি তুমি কত,
ভালোবাসো আমাকে
[M]বুঝে নাও না,নাও না আমি কত
ভালোবাসি তোমাকে
===ধন্যবাদ সবাইকে===