ট্রেক ও আপলোড তুহিন ইসলাম
গান অনুরোধ মো সালাউদ্দীন
জানতাম যদি দুঃখ দিয়া
জানতাম যদি দুঃখ দিয়া
তুই বন্ধুয়া হইবি পর
ময়না পাখির মতো তোরে
করতাম না আদর
হায়রে টিয়া পাখির মতো তোরে
করতাম না আদর
ট্রেক ও আপলোড তুহিন ইসলাম
এত ভালোবেসেও রে তুই
হইলি না আপন,
ভাঙবি না মন শপথ করেও
ভাঙলি আমার মন
এত ভালোবেসেও রে তুই
হইলি না আপন,
ভাঙবি না মন শপথ করেও
ভাঙলি আমার মন
জানতাম যদি প্রেম ছলনায়
জানতাম যদি প্রেম ছলনায়
করবি আমায় দেশান্তর
ময়না পাখির মতো তোরে
করতাম না আদর
হায়রে টিয়া পাখির
মত তোরে,করতাম না আদর
ট্রেক ও আপলোড তুহিন ইসলাম
তোর প্রেমেতে পাগল ছিলাম,
মজনুর'ই মত....
কেমন করে সেই পাগলের,
বুকে দিলি ক্ষত
তোর প্রেমেতে পাগল ছিলাম,
মজনুর'ই মত...
কেমন করে সেই পাগলের,
বুকে দিলি ক্ষত
জানতাম যদি ভাঙবি রে তুই
জানতাম যদি ভাঙবি রে তুই
রাজ কামালে এর এই অন্তর
ময়না পাখির মতো তোরে
করতাম না আদর
হায়রে টিয়া পাখির
মত তোরে, করতাম না আদর
জানতাম যদি দুঃখ দিয়া
জানতাম যদি দুঃখ দিয়া
তুই বন্ধুয়া হইবি পর
ময়না পাখির মতো তোরে
করতাম না তোর
হায়রে টিয়া পাখির মতো তোরে
করতাম না আদর
ট্রেক ও আপলোড তুহিন ইসলাম