Song: Naam Ki Tomar
Singers: Nancy & Kazi Shuvo
Lyrics_Upload
MD_TUHIN_SFF_2022
M=নামটা তোমার জানা কি যাবে?
ঠিকানাটা পাওয়া কি যাবে?
======Music======
অহহ নামটা তোমার জানা কি যাবে?
ঠিকানাটা পাওয়া কি যাবে?
F=নামটা না হয় অামার
ডাকো তুমি তোমার
নিজের মত করে
ডাকবে যে নামে অামায়
সারাটি জীবন ধরে
M=ওওও নামটা তোমার
জানা কি যাবে?
ঠিকানাটা পাওয়া কি যাবে
MD_TUHIN_SFF_2022
M=কেড়ে নিয়েছো মন
তুমি প্রথম দেখায়
পরিচয় না জানলে
খুজঁব তোমায় কোথায়
=========
F=ছুয়েঁছ এই মন প্রথম দেখায় যখন
পেয়ে যাবে পরিচয়
ভেবো না এত এখন
M=ও নামটা তোমার জানা কি যাবে
ঠিকানাটা পাওয়া কি যাবে
MD_TUHIN_SFF_2022
F=নিজের দেয়া নামে
অাগে ডাকো অামায়
পরিচয় পরে নাহয় দেয়া যাবে তোমায়
M=পড়েছি বেকায়দায়
কি অার করা যায়
অাজ থেকে পরী বলে
ডাকবো যে তোমায়...
F=ওওও নামটা অামার
এখন বলা যাবে
ঠিকানাটা এখন দেয়া যাবে
নামটা অামার এখন বলা যাবে
ঠিকানাটা এখন দেয়া যাবে
লা-লা লা-লা লা
লা লা-লা লা লা
লা লা-লা লা
লা লা-লা লা লা
অামার নাম.............?