দুঃখ দিয়ে সুখ য-দি পাও রে বন্ধু
যত খুশি- ব্যাথা দিয়ে যাও-
দুই চোখ আমার নদী হইলো
দুই চোখ আমা--র নদী হইলো
আর কি দেখতে চাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও আমায়
দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও--
চয়েজ বাইঃ "Razzak" "LMD"
ষোল আনা মন সপিলাম
তবু দুঃখ দাও ওরে বন্ধু তবু দুঃখ দাও
ষোল আনা মন শপিলাম
তবু দুঃখ দাও ওরে বন্ধু তবু দুঃখ দাও
আমার দেওয়া গাথা মালা--
<<<<"LMD">>>>
আমার দেওয়া গাথা মালা
কার গলে পড়াও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও আমায়
দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও
আপলোডঃ "রফিক" "LMD"
দুঃখে দুঃখে জনম গেল
ভাসাই দুঃখের নাও
ওরে বন্ধু ভাসাই দুঃখের নাও
দুঃখে দুঃখে জনম গেল
ভাসাই দুঃখের নাও
ওরে বন্ধু ভাসাই দুঃখের নাও
আমার বুকে আঘাত দিয়া
<<<<"LMD">>>>
আমার বুকে- আঘাত দিয়া
সুখের বইঠা বাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও আমায়
Welcome to "LMD"
আমার আশার বাসর সজ্জায় কারে বুকে লও
আরে বন্ধু কারে বুকে লও
আমার আশার বাসর সজ্জায় কারে বুকে লও
আরে বন্ধু কারে বুকে লও
রফিকের দুঃখের দরদি
<<<<"LMD">>>>
রফিকের দুঃখের দরদি
কোন মনে লুকাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও আমায়
দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও আমায়
দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু
যত খুশি ব্যাথা দিয়ে যাও
যত খুশি ব্যাথা দিয়ে যাও।
সমাপ্ত।