MUSIC TRACK HD BY UTTHAN GHATAK
SURBAHAR LAHARI FAMILY
FOLLOW ON FB AND YOUTUBE AS utthan.ghatak
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ... বেদনা,......
দুটি হাত ধরে আমি তোমায়..বলেছি
এ শুধু আমার তুমি কেঁদো না, কেঁদো না,
এই তো সেদিন তুমি আমারে বোঝালে।।
MUSIC TRACK HD BY UTTHAN GHATAK
SURBAHAR LAHARI FAMILY
তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে,music
তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে,
কণাটুকু তার আমি শুধিতে পারি নি
ব্যাথা দিয়ে তাই আর বেঁধো না, বেঁধো না,
এই তো সেদিন তুমি আমারে বোঝালে।।
MUSIC TRACK HD BY UTTHAN GHATAK
SURBAHAR LAHARI FAMILY
অনেক হারাতে হলো জীবনে তোমার
সেই অপরাধে আমি অপরাধী,
এবার একলা আমি কাঁদি.....
এবার একলা আমি কাঁদি। .......
বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই,...
বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই,
স্বরলিপি ভুল করা শেষের এ গান
স্মৃতির ও বিনায় আর সেঁধো না, সেঁধো না।
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা,.....
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার তুমি কেঁদো না, কেঁদো না,
এই তো সেদিন তুমি আমারে বোঝালে।।