menu-iconlogo
huatong
huatong
vikings-valobashi-jare-short-cover-image

Valobashi jare short

Vikingshuatong
লিরিক্স
রেকর্ডিং
ভালবাসি যারে

তার হতে কী

দূরে যেতে পারি আমি

ভালবাসি যারে

ভালবাসি যারে

সারাটি রাত ধরে

স্বপ্ন আঁখি জুড়ে

ভালবাসি যারে...

আজ ভালবাসার দিনে

জানিয়ে দিলাম তোমায়

পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা আজ

তোমার তরে

ভালবাসি যারে

একটু কষ্ট

ছোট ছোট ব্যাথার সয়ে

অগণিত সুখের প্রদীপ জ্বালি আমি

ক্লান্ত পথ আর কিছু স্বপ্ন এঁকে

বোঝাপড়া শুধু রাতের সাথে আমার

অল্প পাওয়া আর অন্তহীন চাওয়ায়

ছুটে যাব আজ ভেঙে বাধাঁ সব

কষ্টহীন অজানায়।

আজ ভালবাসার দিনে

জানিয়ে দিলাম তোমায়

পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা আজ

তোমার তরে

.

Vikings থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে