ভালবাসি যারে
তার হতে কী
দূরে যেতে পারি আমি
ভালবাসি যারে
ভালবাসি যারে
সারাটি রাত ধরে
স্বপ্ন আঁখি জুড়ে
ভালবাসি যারে...
আজ ভালবাসার দিনে
জানিয়ে দিলাম তোমায়
পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা আজ
তোমার তরে
ভালবাসি যারে
একটু কষ্ট
ছোট ছোট ব্যাথার সয়ে
অগণিত সুখের প্রদীপ জ্বালি আমি
ক্লান্ত পথ আর কিছু স্বপ্ন এঁকে
বোঝাপড়া শুধু রাতের সাথে আমার
অল্প পাওয়া আর অন্তহীন চাওয়ায়
ছুটে যাব আজ ভেঙে বাধাঁ সব
কষ্টহীন অজানায়।
আজ ভালবাসার দিনে
জানিয়ে দিলাম তোমায়
পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা আজ
তোমার তরে
.