menu-iconlogo
huatong
huatong
avatar

Mone Pore মনে পড়ে

Warfazehuatong
লিরিক্স
রেকর্ডিং
Band: Warfaze

Album: Dhun (ধুন)

Type: Bangla Band Mixed

Country: Bangladesh

Year: 1997

JalTarang

room id #110474

মনে পড়ে

সেই রাতের কথা

তুমি আমি

নদী তীরে

একা বসে

কত যে গান

কত যে সুর

কত যে কথা

মনে পড়ে কি

তোমারো

বলো না আমায়

তুমি

বলো না

হুমম হুমম...

বলো না আমায়

তুমি

বলো না

মনে পড়ে

সেই দিনের কথা

কেঁদেছিলে

আমিতো কখনো চাইনি

তোমায়

কষ্ট দিতে

তুমি কি তা

জানো না

বলো না আমায়

তুমি

বলো না

হুমম হুমম..

বলো না আমায়

তুমি

বলো না

জানি আমি

তুমি যে আমার

তবু কেন

দিশেহারা

ভাবি আমি

তুমি যে পাশে

তবু কেন

আছো দূরে

মনে পড়ে…

JalTarang

room id #110474

জানি আমি

এমনি জীবন

তবু জাগে

মনে আশা

ভরে যাবে

স্বপনে জীবন

যদি তুমি

থাকো পাশে

মনে পড়ে

সেই রাতের কথা

তুমি আমি

নদী তীরে

একা বসে

কত যে গান

কত যে সুর

কত যে কথা

মনে পড়ে কি

তোমারো

বলো না আমায়

তুমি

বলো না

হুমম হুমম...

বলো না আমায়

তুমি

বলো না

বলো না আমায়

তুমি

বলো না

হুমম হুমম...

বলো না আমায়

তুমি

বলো না

বলো না আমায়

Warfaze থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Warfaze-এর Mone Pore মনে পড়ে - লিরিক্স এবং কভার