menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
ওয়ারফেইজ ব্যান্ডের পথচলার শুরু ১৯৮৪

সালের ৫ই জুন। শুরুতে ব্যান্ডটি কাভার

করতো হোয়াইটস্নেক,ডোকেন,আয়রন মেইডেনের

মতো হেভি মেটাল ব্যান্ডের গান ।

শুধু বাংলা ব্যান্ড এর গান পেতে ফলো করুন

শুধু শুধুই ভাবনা

যেতে চাইলে যাও,চলে যাও

তবু কেন এ কান্না

জানি ভালো থাকতে

শুধু বলোনা ভুলতে

চাই না বাঁচার উপদেশ

দিন এমনই কাটবে

খেয়ালের ফাঁদে

তোমাকে মনে পড়বে

যখনই জোসনা হাসে

তোমাকে মনে পড়বে

যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ

শুধু বাংলা ব্যান্ড এর গান পেতে ফলো করুন

যেই মোহের বন্যায় ভেসে যাওয়ায় ধন্য হলে

তাতে পারিনি ভাসতে অস্তিত্ব ভুলে.ভুলে

তাই বলো না চলতে

স্থবিরতাই সঙ্গী হলে

মন পড়েই থাকলে হতাশার খাদে

তোমাকে মনে পড়বে

যখনই জোসনা হাসে

তোমাকে মনে পড়বে

যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ

যে যায় যাবার পথে

দেয়াল হবার কোন স্বপ্ন নাই

যতই কাঁদাও আমায়,

চলি একা পথে

ইংরেজি বাদ দিয়ে বাংলায় গান করার প্রেরণা

দিয়েছিলেন সেই সময়ের ফিডব্যাক ব্যান্ডের

মাকসুদুল হক,যিনি MAC নামে পরিচিত

শুধু বাংলা ব্যান্ড এর গান পেতে ফলো করুন

তোমাকে মনে পড়বে

যখনই জোসনা হাসে

তোমাকে মনে পড়বে

যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ

মাকসুদ ভাই আমাদের বোঝালেন, বাংলায়

গান করতে হবে "নিজেদের ভাষায় কেন

গান করবে না তোমরা ?"তারপর আমরা নিজেদের

গান বাধতে শুরু করি বললেন টিপু ।

শুধু বাংলা ব্যান্ড এর গান পেতে ফলো করুন

তোমাকে মনে পড়বে

যখনই জোসনা হাসে

তোমাকে মনে পড়বে

যখনই জোসনা হাসে

তোমাকে মনে পড়বে

যখনই জোসনা হাসে

তোমাকে মনে পড়বে

যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ

Warfaze থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Warfaze-এর Tomake - লিরিক্স এবং কভার