menu-iconlogo
huatong
huatong
avatar

Hridoy Jure

Winninghuatong
লিরিক্স
রেকর্ডিং
হৃদয় জুড়ে যত ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে

স্বপ্নীল মনে রঙিন আশা

শুধু তোমাকে পাবো ভেবে

মনে জাগে এক রঙিন আশা

শুধু তোমাকে ভালোবাসবো ভেবে

হৃদয় জুড়ে যত ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে

যখন দেখি তোমায় আমি

অনেক কাছে

হৃদয় গভীরে শুকনো আকাশ

মেঘে ভরে যে ।।

যখন দেখি তোমায় আমি

অনেক কাছে

হৃদয় গভীরে শুকনো আকাশ

মেঘে ভরে যে

অশ্রু বরষা জাগাও তুমি

নিবিরে থেকেও জেনে

হৃদয় জুড়ে যত ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে

স্বপ্নীল মনে রঙিন আশা

শুধু তোমাকে পাবো ভেবে

যখন দেখি তোমার হাসি

মনের মাঝে

মনের নীলে হারাই আমি

সঙ্গোপনে ।।

যখন দেখি তোমার হাসি

মনের মাঝে

মনের নীলে হারাই আমি

সঙ্গোপনে

জীবন ভরসা দিয়েছো তুমি

আমাকে নিরবে ভালোবেসে

হৃদয় জুড়ে যত ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে

স্বপ্নীল মনে রঙিন আশা

শুধু তোমাকে পাবো ভেবে

মনে জাগে এক রঙিন আশা

শুধু তোমাকে ভালোবাসবো ভেবে

হৃদয় জুড়ে যত ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে

Winning থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে