menu-iconlogo
huatong
huatong
zubin-garg-mayabini-amar-chokhe-hd-by-chiranjib-cover-image

Mayabini Amar Chokhe HD by Chiranjib

Zubin Garghuatong
🌹🌹🌈Zindagi🌈huatong
লিরিক্স
রেকর্ডিং
লা লালা লা..

মায়াবিনী, আমার চোখে

চেয়ে দেখো, দেখো না চেয়ে,

ভাঙ্গা মনে আমারও আছে কত আশা।

ভেবো না আর বাঁধন তোমার

খুলে দিলাম আকাশ নীলে,

ডানা মেলে দিও তোমার

ডাকে তোমায় নতুন জীবন..

স্মৃতিগুলি কখনো

যদি মনে পড়ে যায়,

পারবে কি ভুলতে

তুমি কখনো আমায়?

ভোলা কি যায় গো

সে প্রথম প্রেমের রঙীন ছোঁয়ায়?

লা লালা লা..

লারা রা রা লা লা লারা

লারা রা লা লা

ছুঁয়ে যাবো সহজে তোমাকে

সূর্যকিরণ হয়ে এসে,

বরষা ধারা হয়ে কখনো

ভিজিয়ে যাবো ভালোবেসে।

স্মৃতিগুলি কখনো

যদি মনে পড়ে যায়,

পারবে কি ভুলতে

তুমি কখনো আমায়?

ভোলা কি যায় গো

সে প্রথম প্রেমের রঙীন ছোঁয়ায়?

লা লালা লা..

রাতে চাঁদেরই জোছনা হয়ে

আলো দিয়ে যাবো তোমার ঘরে,

হাসনুহানা ফুলের সুবাস

হয়ে ছড়িয়ে যাবো অন্তরে।

স্মৃতিগুলি কখনো

যদি মনে পড়ে যায়,

পারবে কি ভুলতে

তুমি কখনো আমায়?

ভোলা কি যায় গো

সে প্রথম প্রেমের রঙীন ছোঁয়ায়?

মায়াবিনী, আমার চোখে

চেয়ে দেখো, দেখো না চেয়ে,

ভাঙ্গা মনে আমারও আছে কত আশা।

দারা রারা, রে রে রারা ..

Zubin Garg থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে