menu-iconlogo
huatong
huatong
avatar

BANGLA OLD MOVIE LOVE MASHUP DIPTO RAHMAN_আকাশ খান.mp3

আকাশ খানhuatong
hithereyouhuatong
Liedtext
Aufnahmen
Lyrics: ? Bangla Old Movie Love Mashup (vc)

Dipto Rahman

AKASH_KHAN_BPMC

?=AKASH_KHAN_BPMC==?

=========>>>>===========

পরেনা চোখের পলক

কি তোমার রুপের ঝলক

দোহাই লাগে মুখটি তোমার

একটু আচলে ডাক

আমি গেন হারাব মরেই যাবো

বাঁচাতে পারবেনা তো

ও.. আমি গেন হারাব মরেই যাবো

বাঁচাতে পারবেনা তো

আশা আমার ভালোবাসা

আশা আমার ভালোবাসা

তোমাকেই নিয়ে সাজাবো বুকে

প্রেমেরি'ই চ্ছোট বাসা..

তুমি আমার ভালোবাসা

আশা আমার ভালোবাসা

তুমি চাঁদের জোছনা নও,,টিক টিরিক টিক

তুমি ফুলের উপমা নও,, টিক টিরিক টিক

নও কোন পাহাড়ি ঝর্না আয়না

তুমি হৃদয়ের আয়না

?=AKASH_KHAN_BPMC==?

যে টুকু সময় তুমি থাকো পাশে

মনে হয় এ দেহে প্রাণ আছে

বাকি টা সময় জেনো মরন আমার

হৃদয় জুড়ে নামে অথই আধার

বাকি টা সময় জেনো মরন আমার

হৃদয় জুড়ে নামে অথই আধার

বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে

বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে

ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা

উড়েছে পাখি পথ অচেনা

নীড় এরও ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেও জানেনা

ও..নীড় এরও ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেও জানেনা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবেনা ভোলা...

ভালো আছি ভালো থেকো

আকাসের ঠিকানায় চিঠি লিখ

দিও তোমার মালা খানি

বাউল এর এই মনটারে

আমার ভিতরও বাহিরে

অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে...

আমার ভিতরও বাহিরে

অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে....

?=AKASH_KHAN_BPMC==?

_____Thanks ____

Mehr von আকাশ খান

Alle sehenlogo

Das könnte dir gefallen

BANGLA OLD MOVIE LOVE MASHUP DIPTO RAHMAN_আকাশ খান.mp3 von আকাশ খান - Songtext & Covers