menu-iconlogo
huatong
huatong
-chondrobindu-mp3-cover-image

Chondrobindu_রাব্বি_আকাশ খান.mp3

আকাশ খানhuatong
zhulianhouhuatong
Liedtext
Aufnahmen
AKASH_KHAN_BPMC

কপালে তোর চন্দ্রবিন্দু

গোলাপ কলি ঠোঁট

হাসিতে তোর চাঁদের মায়া

নিসর্গ তোর চোখ

মরি মরি আহামরি!

আজব মনচোর

কে বানাল এত নিখুঁত

ছবিখানা তোর

তুই কি জানিস তোর কারনে

ভাঙ্গে বুকের চর

কত প্রেমিক বাউল হয়ে

ছাড়ল শখের ঘর

সেলাম তোকে অযুত-কোটি

লক্ষবার সেলাম

অনন্তকাল ধরে যদি

তোকে দেখতে পেতাম

তুই কি জানিস তোকে ভেবে

যাচ্ছি কতদূর

তোর কারনে কত জনের

কণ্ঠে বাজে সুর

সেলাম তোকে অযুত-কোটি

লক্ষবার সেলাম

অনন্তকাল ধরে যদি

তোকে দেখতে পেতাম

কপালে তোর চন্দ্রবিন্দু

গোলাপ কলি ঠোঁট

হাসিতে তোর চাঁদের মায়া

নিসর্গ তোর চোখ

মরি মরি আহামরি!

আজব মনচোর

কে বানাল এত নিখুঁত

ছবিখানা তোর

Mehr von আকাশ খান

Alle sehenlogo

Das könnte dir gefallen