(F) ও...ও…ওও
(M) লা…লা…লালা
(M) বন্ধু তুমি যদি চাও রে বন্ধু তুমি যদি চাও তোমায় লইয়া পারি দিমু প্রেম সাগরে নাউ।
(F)ও বন্ধু তুমি যদি চাও রে বন্ধু তুমি যদিই চাও তোমায় লইয়া পারি দিমু প্রেম সাগরে নাউ।
(M) জোয়ার ভাটার সঙ্গী তুমি ই জোয়ার ভাটার সঙ্গী তুমি, মনটা যদি দাও গো আমায় মনটা যদি দাও
(M) ও বন্ধু তুমি যদি চাও রে বন্ধু তুমি যদিই চা..ও
(F) তোমায় লইয়া পাড়ি দিমু প্রেম সাগরে নাউ।
অপেক্ষা করুন
আপলোড বাই রাসেল মাহমুদ
পছন্দ : রুবি আহম্মেদ
(M) মিষ্টি মুখের হাসি দেইখা,মনে জাগে আশা
তোমায় লইয়া বান্ধিমো ঘর,সুখেরি এক বাসা।
(F) মুখ-খানা দেখিলে তোমার,শান্তি লাগে বুকে।
প্রথম দেখায় ধরছে তোমার পিরিতের অসুখে।
(M) পাশে বইসা মিষ্টি কইরা আ পাশে বইসা মিষ্টি কইরা, প্রেমের কথা কও না একটু প্রেমের কথা কও
(M) ও বন্ধু তুমি যদি চাও রে বন্ধু তুমি যদি চা..ও
(F) তোমায় লইয়া পারি দিমু প্রেম সাগরে নাউ।
power by :BOGURA MUSIC POYENT
ID: 62182763990
(M) মন কুঠুরির গুপ্ত ঘরে,তোমারি বসতি
তুমি ছাড়া আমার বন্ধু,নাইরে কোনো গতি
(F) তোমার বুকে রাইখা মাথা,কাটাই দিমু নিশি
তোমার লাগি আকুল পরান,অনেক ভালোবাসি।
(M) সুখ দুখেরি সাথী হইয়া য়া সুখ দুখেরি সাথী হইয়া আমার সাথে রও গো তুমি আমার সাথে রও।
(M) ও বন্ধু তুমি যদি চাও রে বন্ধু তুমি যদিই চাও,
(F) তোমায় লইয়া পাড়ি দিমু প্রেম সাগরে নাউ।
(M.F) ও বন্ধু তুমি যদি চাও রে বন্ধু তুমি যদি চাও
তোমায় লইয়া পারি দিমু প্রেম সাগরে নাউ।
সমাপ্ত