গানঃ প্রেম একটা পোষা ময়না
শিল্পীঃ মনির খান এবং কঁনক চাঁপা
আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফেমেলি
চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফেমেলি কেপ্টেন
মেয়েঃ প্রেম একটা পোষা ময়না
ছিল মনের ভিতরে ছিল অনেক আদরে
সে ময়নাটা তুমি আমার হলে কি করে
ছেলেঃ প্রেম একটা পোষা ময়না
ছিল মনের ভিতরে ছিল অনেক আদরে
সেই ময়নাটা তুমি আমার হলে কি করে
মেয়েঃ প্রেম একটা পোষা ময়না
ছিল মনের ভিতরে তুমি হলে কি করে
মিউজিকঃ অপেক্ষা করুন
মিউজিক ফলো করে গান করুন
পি এস এফ ফেমেলিতে সবাইকে স্বাগতম
ছেলেঃ তোমার সঙ্গে চলবো বলে
পথে আমি নেমেছি চলতে চলতে
জিবন সঙ্গী তোমায় করে ফেলেছি
মেয়েঃ তোমার সঙ্গে চলবো বলে
পথে আমি নেমেছি
চলতে চলতে জিবন সঙ্গী তোমায় করে ফেলেছি
ছেলেঃ তোমার মনে আমার নামটি
প্রেমেরি অক্ষরে তুমি লিখরে
প্রেম একটা পোষা ময়না
ছিল মনের ভিতরে ছিল অনেক আদরে
সেই ময়নাটা তুমি আমার হলে কি করে
মিউজিকঃ অপেক্ষা করুন
গানটি লাইক-কমেনট এবং শেয়ার করুন
মেয়েঃ আমার যতো সপ্ন গুলো
তোমার চোখে দেখেছি
একটু একটু করে সবই
এই হৃদয়ে এঁকেছি
ছেলেঃ আমার যতো সপ্ন গুলো
তোমার চোখে দেখেছি
একটু একটু করে সবই
এই হৃদয়ে এঁকেছি
মেয়েঃ আমার জিবন তোমার মাঝে
গাছেরি জিবন যেমন শিঁকড়ে
প্রেম একটা পোষা ময়না
ছিল মনের ভিতরে ছিল অনেক আদরে
সেই ময়নাটা তুমি আমার হলে কি করে
ছেলেঃ প্রেম একটা পোষা ময়না
ছিল মনের ভিতরে ছিল অনেক আদরে
সেই ময়নাটা তুমি আমার হলে কি করে
মেয়েঃ প্রেম একটা পোষা ময়না
ছিল মনের ভিতরে
ছেলেঃ তুমি হলে কি করে
সমাপ্ত