গানঃ মনকে বলি তোমারই কথা
শিল্পীঃ আসিফ ও কনক চাঁপা
চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফেমেলি
আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফেমেলি
ছেলেঃ- হে...... এএএএএ....
হে এ এ এ....
মনকে বলি তোমারই কথা যতবার
ও মন শুধু চায় শুনতে আরো শতবার
তুমি আমার শুধু আমার
আমি ভালো বেসে হয়েছি তোমার
তুমি আমার শুধু আমার
আমি ভালো বেসে হয়েছি তোমার
মেয়েঃ মনকে বলি তোমারই কথা যতবার
মন শুধু চায় শুনতে আরো শতবার
তুমি আমার শুধু আমার
আমি ভালো বেসে হয়েছি তোমার
তুমি আমার শুধু আমার
আমি ভালো বেসে হয়েছি তোমার
মিউজিকঃ অপেক্ষা করুন
মিউজিক ফলো করে গান করুন
ছেলেঃ বসন্ত ছুয়েছে হাওয়াকে
আর তুমি ছুয়েছো হৃদয়
এখন শুধু তোমার আমার
ভালোবাসারই সময়
মিউজিক
মেয়েঃ কখন যে এভাবে আমাকে
চুপিচুপি করে নিলে জয়
যখন ভাবি তখন সবিই
শপ্ন যেন মনে হয়
ছেলেঃ তুমি আমার শুধু আমার
আমি ভালো বেসে হয়েছি তোমার
মেয়েঃ তুমি আমার শুধু আমার
আমি ভালো বেসে হয়েছি তোমার
মিউজিকঃ অপেক্ষা করুন
পি এস এফ ফেমেলিতে সবাইকে স্বাগতম
মেয়েঃ জিবনটা করেছো অপূর্ব
তুমি আমারই কাছে এসে
তোমার সাথে চাই যেতে চাই
সুখের জুয়ারে ভেসে...
ছেলেঃ ও অনন্ত প্রেমেরই সূর্য জলে
এই ছোট্ট মনের আকাশে
যেদিকে যায় তোমাকে পায়
রয়েছো পাশে পাশে
মেয়েঃ তুমি আমার শুধু আমার
আমি ভালো বেসে হয়েছি তোমার
ছেলেঃ মনকে বলি তোমারই কথা যতোবার...
মেয়েঃ ও.. মন শুধু চায় শুনতে আরো শতবার
ছেলেঃ তুমি আমার শুধু আমার
আমি ভালো বেসে হয়েছি তোমার
মেয়েঃ তুমি আমার শুধু আমার
আমি ভালো বেসে হয়েছি তোমার
ধন্যবাদ সবাইকে