menu-iconlogo
huatong
huatong
avatar

HD ভালো করে ভালোবাসাই হলো না

আপলোড বাই নুর মিউজিক পয়েন্টhuatong
➳❥⑅⃝✺𝐍𝐎𝐎𝐑⑅⃝✺🅝♏🅟⑅⃝🇧🇩࿐huatong
Liedtext
Aufnahmen
শিরোনামঃভাল করে ভালবাসাই হল না,

ফিল্মঃসুইট হার্ট

মুলকন্ঠঃহাবি/ন্যান্সি

আপলোড বাই নুর মিউজিক পয়েন্ট

?

রেটিহন,,,,,

মেয়েঃভালো করে ভালোবাসাই হলো না,

কাছে আসায় হলো না।

,,,

ভালো করে ভালোবাসাই হলো না,

কাছে আসায় হলো না।

ছেলেঃতুমি আমার হবে না তুমি কারো আর,

হয়েছি তোমারি প্রেমে কাতর।

তুমি ভালোবাস বলে

প্রাণ আছে এদেহে আমার।

মেয়েঃভালো করে ভালোবাসাই হলো না,,,,,,,

কাছে আসায় হলো না।

মিউজিক,,,,

রেটি হনঃ

মেয়েঃযদি হঠাৎ বাঁধা আসে কোন

চেড়ও হাত শোন প্রিয় শোন...

মিউজিক,

ছেলেঃছাড়বো না হাত থাক কাছাকাচি

দিন থেকে রাত প্রেমে ডুবে আছি...

মেয়েঃরাখ যত নিরভয়ে হ্রদয়ে তবু কেন যে ভয় হারাবার......

ছেলেঃতুমি আমার হবে না তুমি কারো আর,

হয়েছি তোমারি প্রেমে কাতর।

তুমি ভালোবাস বলে প্রাণ আছে এদেহে আমার।

মেয়েঃভালো করে ভালোবাসাই হলো না,,,

কাছে আসায় হলো না।

মিউজিক,,,

রেটিহন,,,

মেয়েঃসময় যখন হল কাছে পাবার,

সময় তখন হল দুরে যা,বার

,,,,,,,,,,

ছেলেঃতপু জিবন যাবে না তো থেমে,

বড় আপন,তুমি গেছি যেনে

মেয়েঃতুমি যাবে, যেখানে সেখানে আমি

ছাঁয়া হব, যে তোমার,,,,

ছেলেঃতুমি আমার হবে না তুমি কারো আর

হয়েছি তোমারি প্রেমে কাতার,

তুমি ভালবাসো বলে, প্রান আছে এ দেহে আমার,

মেয়েঃভালকরে ভালবাসাই হল না,

কাছে আসায় হল না,

ভাল করে ভালবাসাই হল না,,,,,,,,

কাছে আসাই হল না

সমাপ্ত

Mehr von আপলোড বাই নুর মিউজিক পয়েন্ট

Alle sehenlogo

Das könnte dir gefallen