menu-iconlogo
huatong
huatong
avatar

*বলনা কেন ঐ আকাশ নেমে আসে

আসিফ/দিনাত জাহান মুন্নি ও মনির খান/মেঘের কোলে রোদhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛..huatong
Liedtext
Aufnahmen
ছেলেঃ বলনা কেন ঐ---

আকাশ নেমে আসে সাগরের বুকে

বলনা কেন ঐ---

ঝর্ণা নদী খোঁজে কিসেরি সুখে

মেয়েঃ সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ও..সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

বলনা কেন ঐ---

আকাশ নেমে আসে সাগরের বুকে

বলনা কেন ঐ---

ঝর্ণা নদী খোঁজে কিসেরি সুখে

ছেলেঃ সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ও..সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

-==আপলোড বাই মজিবুর==-

পৃথিবীর পরে,আর কোন পৃথিবী নেইতো

যত দিন বাচি,রবো কাছাকাছি

তুমি আমি দুজনে এইতো

==============

মেয়েঃ পৃথিবীর পরে আর কোন পৃথিবী নেইতো

যত দিন বাচি রবো কাছাকাছি

তুমি আমি দুজনে এইতো

ছেলেঃ বলনা কেন ঐ

শিশির ঝরে পড়ে সবুজ ঘাসে

বলনা কেন ঐ---

চাঁদের পাশে শুধু তারা হাসে

মেয়েঃ সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ও..সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ জীবনের পরে,যদি কোন জীবন থাকতো

সেখানেও প্রিয়, মন জেনে নিও

পাশে পাশে তোমাকে রাখতো

===============

জীবনের পরে, যদি কোন জীবন থাকতো

সেখানেও প্রিয়, মন জেনে নিও

পাশে পাশে তোমাকে রাখতো

মেয়েঃ বলনা কেন ঐ---

চোখের পাতা ঝরে স্বপ্ন হাসে

বলনা কেন ঐ--

অন্তরে চুপি চুপি ভালোবাসে

ছেলেঃ সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ও..সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

বলনা কেন ঐ---

আকাশ নেমে আসে সাগরের বুকে

মেয়েঃ বলনা কেন ঐ---

ঝর্ণা নদী খোঁজে কিসেরি সুখে

ছেলেঃ সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

ও..সব কথা বলে না হৃদয়

কিছু কথা বুঝে নিতে হয়

====ধন্যবাদ====

Mehr von আসিফ/দিনাত জাহান মুন্নি ও মনির খান/মেঘের কোলে রোদ

Alle sehenlogo

Das könnte dir gefallen

*বলনা কেন ঐ আকাশ নেমে আসে von আসিফ/দিনাত জাহান মুন্নি ও মনির খান/মেঘের কোলে রোদ - Songtext & Covers