menu-iconlogo
huatong
huatong
avatar

হাসি মুখে গেলে তুমি কাঁদিয়ে

আসিফ আকবরhuatong
richies_05huatong
Liedtext
Aufnahmen
হাসিমুখে গেলে তুমি কাঁদিয়ে

পোড়ালে ভালবাসা না দিয়ে

ও সঙ্গিনি ,,

আমি বুঝিনি ,

তোমার দেয়া কষ্ট হবে

নষ্ট প্রেমের কাহীনি

তোমার দেয়া কষ্ট হবে

নষ্ট প্রেমের কাহীনি

হাঁসিমুখে গেলে তুমি কাঁদিয়ে

পোড়ালে ভালোবাসা না দিয়ে

ও সঙ্গীনি ,

আমি বুঝিনী ,

তোমার দেয়া কষ্ট হবে

নষ্ট প্রেমের কাহীনি

তোমার দেয়া কষ্ট হবে

নষ্ট প্রেমের কাহীনি

ভাঙা মন বারে বারে

ভালবেসে জ্বলে পুরে

মেনে নিয়েছে আজ পরাজয়

অবুঝের মত শুধু

বিশ্বাস বেধে বুকে

বড় বেশি কেদেছে এ হৃদয়

ভাঙ্গা মন বারে বারে,,

ভালোবেসে জ্বলে পুড়ে

মেনে নিয়েছে আজ পরাজয়,

অবুঝের মত শুধু

বিশ্বাস বেঁধে বুঁকে

বড় বেশে কেঁদেছে এ হৃদয়

ও সঙ্গীনি

আমি বুঝিনি

তোমার দেয়া কষ্ট হবে

নষ্ট প্রেমের কাহীনি

তোমার দেয়া কষ্ট হবে

নষ্ট প্রমের কাহীনি ,

রাখনি তুমি কথা

দিয়েছ শুধু ব্যাথা

গড়েছ কেন দুখের দেয়াল

যন্ত্রনা পুষে বুকে স্মৃথিগুলো পাশে রেখে

জ্বলব এভাবে কতকাল

রাখনি তুমি কথা

দিয়েছ শুধু ব্যথা

গড়েছ কেন দুখের দেয়াল

যন্ত্রণা পুষে বুকে

স্মৃতি গুলো পাশে রেখে

জ্বলব এভাবে কত কাল

ও সঙ্গীনি

আমি বুঝিনী

তোমার দেয়া কষ্ট হবে

নষ্ট প্রেমের কাহীনি

তোমার দেয়া কষ্ট হবে

নষ্ট প্রেমের কাহীনি,

হাঁসি মুখে গেলে তুমি কাঁদিয়ে

পোড়ালে ভালোবাসা না দিয়ে

ও সঙ্গীনি ,

আমি বুঝিনী ,

তোমার দেয়া কষ্ট হবে

নষ্ট প্রেমের কাহীনি

তোমার দেয়া কষ্ট হবে

নষ্ট প্রেমের কাহীনি

Mehr von আসিফ আকবর

Alle sehenlogo

Das könnte dir gefallen