দুঃখ যদি বিক্রি হইতো,
দুঃখ যদি বিক্রি হইতো,
আমি হইতাম ধনী,,,,,
আমার কাছে আছে শুধু,
দুঃখেরই ক্ষনি
হায়রে আমার কাছে আছে শুধু,
দুঃখেরই ক্ষনি,,,,,,,,
সুখ বুঝি মরে গেছে
সুখ বুঝি মরে গেছে
জন্মেছি যখনি””
দুঃখ যদি বিক্রি হইতো,
আমি হইতাম ধনী,
হায়রে আমার কাছে আছে শুধু,
দুঃখেরই ক্ষনি।
সামনে পিছে ডাইনে বামে,
যেদিকে তাকাই,,,,,,
চোখে আমার পড়ে দুঃখ,
সুখের চিহ্ন নাই,,,,,
সামনে পিছে ডাইনে বামে,
যেদিকে তাকাই,,,,,
চোখে আমার পড়ে দুঃখ,
সুখের চিহ্ন নাই,,,,,,
দুঃখ ছাড়া কাটেনা তো
দূঃখ ছাড়া কাটেনা তো
আমার দিন রজনী”””
দুঃখ যদি বিক্রি হইতো,
আমি হইতাম ধনী,
হায়রে আমার কাছে আছে শুধু,
দুঃখেরই ক্ষনি,,,,,,,,,
দুঃখ দিয়া সাজানো যে
আমারি ঘর বাড়ি,,,,,,
এ জীবনে শেষ হবেনা,
এতো তারাতাড়ি,,,,,,
দুঃখ দিয়া সাজানো যে
আমারি ঘর বাড়ি,,,,,
এ জীবনে শেষ হবেনা,
এতো তারাতাড়ি,,,,,
দুঃখ আমার মানিক রতন
দুঃখ আমার মানিক রতন
হিরা মুক্তা মনি””
দুঃখ যদি বিক্রি হইতো,
আমি হইতাম ধনী,
হায়রে আমার কাছে আছে শুধু,
দুঃখেরই ক্ষনি
সুখ বুঝি মরে গেছে
সূখ বুঝি মরে গেছে
জন্মেছি যখনি””
দুঃখ যদি বিক্রি হইতো,
আমি হইতাম ধনী,
হায়রে আমার কাছে আছে শুধু,
দুঃখেরই ক্ষনি,,,,,,,,।