menu-iconlogo
huatong
huatong
avatar

একদিকে পৃথিবী এক দিকে তুমি যদি থাকো

ইমন শাহরিয়াhuatong
𝄞⑅⃝𝙀𝙈𝙊𝙉-⑅⃝𝄞K.S🅰️huatong
Liedtext
Aufnahmen
*=======*=========*

*=======*=========*

এক দিকে পৃথিবী এক দিকে

তুমি যদি থাক

আমি তোমারি বুকে রব

আর কোন খানে যাব নাকো

এক দিকে পৃথিবী এক দিকে

তুমি যদি থাক

আমি তোমারি বুকে রব

আর কোন খানে যাব নাকো

লালা লালা লা লা লালা

লা লা লালা লা লা

*=======*=========*

*=======*=========*

যেখানে তুমি রবে

সেখানে আমি হব ছায়া

আমারি জীবন তুমি

করিনা প্রানের কোন মায়া

যেখানে তুমি রবে

সেখানে আমি হবো ছায়া

আমারি জীবন তুমি

করিনা প্রানের কোন মায়া

আমি মরণ ও মেনে নিব

প্রেমেরি বাজি যদি রাখো

এক দিকে পৃথিবী এক দিকে

তুমি যদি থাক

আমি তোমারি বুকে রব

আর কোন খানে যাব নাকো

*=======*=========*

*=======*=========*

আমাকে যেদিন তুমি

বন্ধু ওগো ভুলে যাবে

ওপারে গিয়েছি চলে

হাওয়াতে খবর তুমি পাবে

আমাকে যেদিন তুমি

বন্ধু ওগো ভুলে যাবে

ওপারে গিয়েছি চলে

হাওয়াতে খবর তুমি পাবে

তুমি শয়নে স্বপনে যেন

আমারি নাম ধরে ডাকো

এক দিকে পৃথিবী এক দিকে

তুমি যদি থাক

আমি তোমারি বুকে রব

আর কোন খানে যাব নাকো

এক দিকে পৃথিবী এক দিকে

তুমি যদি থাক

আমি তোমারি বুকে রব

আর কোন খানে যাব নাকো

লালা লালা লা লা লালা

লা লা লালা লা লা

*গানের শেষে একটি লাইক দিন*

*Thanks…Stay With Me…*

Mehr von ইমন শাহরিয়া

Alle sehenlogo

Das könnte dir gefallen