menu-iconlogo
huatong
huatong
avatar

ওই চাঁদ মুখে যেনো লাগেনা Oi chad mukhe jeno

এন্ড্রু কিশোরhuatong
nenacontigo2005huatong
Liedtext
Aufnahmen
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

হাজার বছর বেঁচে থাক তুমি

বুকে নিয়ে স্বর্গের সুখ

দুঃখ ব্যথা সব ভুলে যাই যে

দেখলে তোমার ঐ মুখ

হাজার বছর বেঁচে থাক তুমি

বুকে নিয়ে স্বর্গের সুখ

দুঃখ ব্যথা সব ভুলে যাই যে

দেখলে তোমার ঐ মুখ

ফুলও তুমি ফাগুনও তুমি

গন্ধ বিলাও সারাক্ষণ

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

স্বপ্ন তোমার মনে যত আশা

সবই যেন পূর্ণ হয়

আমারি তুমি এই পৃথিবীতে

ও প্রিয়া আর কারো নও

স্বপ্ন তোমার মনে যত আশা

সবই যেন পূর্ণ হয়

আমারি তুমি এই পৃথিবীতে

ও প্রিয়া আর কারো নও

দিনও তুমি রাতও তুমি

ফুরাবে না কভু প্রয়োজন

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

জোসনায় ভরে থাক সারাটা জীবন

Mehr von এন্ড্রু কিশোর

Alle sehenlogo

Das könnte dir gefallen