menu-iconlogo
huatong
huatong
--cover-image

ভালোবাসা বুকের ভেতর হয়েছে নিঃশ্বাস

কণ্ঠশিল্পীhuatong
"𝕸𝖎✮͜͡❤️JULIY✮͜͡🇧🇩𒁍"huatong
Liedtext
Aufnahmen

==========

>>>>>>>>>>>>

upload Bristy

F. /ভালোবাসা বুকের ভিতর

হয়েছে নিঃশ্বাস

তোমার প্রেমে বেঁচে আছি

এইতো বিশ্বাস

আমার জান আমার জান,,,

তুমি আমার প্রাণের মাঝে প্রাণ

আমার জান আমার জান,,,

তুমি আমার প্রাণের মাঝে প্রাণ

Mভালোবাসা বুকের ভেতর

হয়েছে নিঃশ্বাস

তোমার প্রেমে বেঁচে আছি

এইতো বিশ্বাস

আমার জান আমার জান,,,

তুমি আমার প্রাণের মাঝে প্রাণ

আমার জান আমার জান

তুমি আমার প্রাণের মাঝে প্রাণ

<<<<<<<<<<<

===========

>>>>>>>>>>>>

F/তুমিহীন কোনদিন

ভাবতেই পারেনা যেমন৷ ,,,,,

একবার শতবার তোমাকেই

মনে রাখে মন,

=======

M. /তুমি হীন কোনদিন

ভাবতেই পারে না তো মন

একবার শতবার তোমাকেই

মনে রাখে মন

=========

F. /তুমি আমার,,,,,,,,,,

তুমি আমার প্রথম চাওয়া

তুমি আমার প্রথম গাওয়া

গান,,,,,,,,,,,

M. /আমার জান আমার জান

তুমি আমার প্রাণের মাঝে প্রান

F. /আমারে জান আমার জান

তুমি আমার প্রাণের মাঝে প্রাণ

<<<<<<<<<<<

==========

>>>>>>>>>>>

M. /এ জীবন এ ভুবন

অনুভবে যত শিহরণ,,,,,,

যা চাই যা পাই

সবকিছু তোমারি কারন,,,

========

F. /এ জীবন এ ভুবন

অনুভবে যত শিহরণ

যা চাই যা পাই

সবই কিছু তোমারি কারন

M. / তুমি আমার,,,,,,, আ,,,,,

তুমি আমার প্রেমের আগুন

তুমি আমার ফুল ফাগুনের

গান,,,,,,,,,

F. /আমার জান আমার জান,,,,

তুমি আমার প্রাণের মাঝে প্রাণ

M. / আমার জান আমারে জান,,,,

তুমি আমার প্রাণের মাঝে প্রাণ

F. /ভালোবাসা বুকের ভেতর

হয়েছে নিঃশ্বাস

M. / তোমার প্রেমে বেঁচে আছি

এইতো বিশ্বাস

F. /আমার জান আমারে জান,,,,

তুমি আমার প্রাণের মাঝে প্রাণ

M. /আমার জান আমার জান,,,

তুমি আমার প্রাণের মাঝে প্রাণ

Mehr von কণ্ঠশিল্পী

Alle sehenlogo

Das könnte dir gefallen