menu-iconlogo
huatong
huatong
avatar

HD মাগো তোমার মত লয়না কেউ

কনক চাঁপাhuatong
TAPOS_Majumderhuatong
Liedtext
Aufnahmen
[মায়ের মত আপন কেহ হয়না]

চয়েজ by -BASHIR-KHAN

Upload-Tapos Majumder

মাগো,তোমার মত লয়না কেউ

আমায় বুকে টানি..

আঁচল দিয়া,মুছেনা কেউ.....

আঁচল দিয়া, মুছেনা কেউ

আমার চোখের পানি..

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

চইলা গেলা কোন অজানায়

আমায় নিলানা..

পথে পইরা কান্দি আমি

নাই যে ঠিকানা..

=======wait=======

চইলা গেলা কোন অজানায়

আমায় নিলানা..

পথে পইরা কান্দি আমি

নাই যে ঠিকানা

জীবন আমার,যাইব কেমনে.....

জীবন আমার,যাইব কেমনে

একটু ও ভাবনি.

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী.

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

অনাদরে কাটে মাগো

আমার এ জীবন..

ভাগ্য দোষে রইলো বাবা

দুরেতে এখন

=======wait=======

অনাদরে কাটে মাগো

আমার এ জীবন..

ভাগ্য দোষে রইলো বাবা

দুরেতে এখন

তুমি ও নাই,বাবা ও নাই......

তুমি ও নাই,বাবা ও নাই

দুঃখী আমি এমনই

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

=======wait=======

মাগো, তোমার মত লয়না কেউ

আমায় বুকে টানি

আঁচল দিয়া,মুছেনা কেউ.....

আঁচল দিয়া, মুছেনা কেউ

আমার চোখের পানি

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

Follow-Tapos Majumder

ধন্যবাদ

Mehr von কনক চাঁপা

Alle sehenlogo

Das könnte dir gefallen