menu-iconlogo
huatong
huatong
-dul-dul-cover-image

দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী dul dul

খালিদ হাসান মিলুhuatong
steve0x2004huatong
Liedtext
Aufnahmen
UploD by NASIR 2017

দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী

এনে দেব হাট থেকে মান তুমি করো না

দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী

এনে দেব হাট থেকে মান তুমি করো না

নোটন নোটন খোপাটি তুলে এনে দোপাটি

রাঙা ফিতায় বেধে দিবো মান তুমি করো না

দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী

এনে দেব হাট থেকে মান তুমি করো না

UploD by NASIR 2017

N

চেয়ে দেখ ডালিম ফুলে ঐ জমেছে মৌ

বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ

N

চেয়ে দেখ ডালিম ফুলে ঐ জমেছে মৌ

বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ।

ঝুমঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে

আরো দেবো নাকের নোলক মান তুমি করো না

দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী

এনে দেব হাট থেকে মান তুমি করো না

UploD by NASIR 2017

N

চাঁদের সাথে নিত্যরাতেই তাঁরায় কথা কয়

আপনজনা পর হইলে তাও কী প্রানে সয়

N

চাঁদের সাথে নিত্যরাতেই তাঁরায় কথা কয়

আপনজনা পর হইলে তাও কী প্রানে সয়

একটু খানি হাসো না কাছে এসে বসো না

এনে দেবো রেশমি চুড়ি মান তুমি করো না

দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী

এনে দেবো হাট থেকে মান তুমি করো না

নোটন নোটন খোঁপাটি তুলে এনে দোপাটি

রাঙা ফিতায় বেঁধে দেবো মান তুমি করো না

দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী

এনে দেবো হাট থেকে মান তুমি করো না

দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী

এনে দেবো হাট থেকে মান তুমি করো না

এনে দেবো হাট থেকে মান তুমি করো না

এনে দেবো হাট থেকে মান তুমি করো না

THANKS

Mehr von খালিদ হাসান মিলু

Alle sehenlogo

Das könnte dir gefallen