menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি ডাক দিলে অবলার পাণে

গামছা পলাশhuatong
s.hollymanhuatong
Liedtext
Aufnahmen
তুমি ডাক দিলে অবলার পাণে

গামছা পলাশ

তুমি ডাক দিলে অবলার পানে

চাইওরে............

ও প্রাণ বান্ধব রে.......

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে!

তুমি ডাক দিলে অবলার পাণে

চাইওরে............

ও প্রাণ বান্ধব রে.......

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে!

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে!

Zain SBS G

আমি যেদিন চলে গো যাব

আমার আপন বাড়ি.....

বাজার থেকে কিনা আইন

সাদা মার্কিন সারিরে.....

আমি যেদিন চলে গো যাব

আমার আপন বাড়ি.....

বাজার থেকে কিনা আইন

সাদা মার্কিন সারিরে.....

তুমি নিজ হাতে বধু সাজাইয়া দিওরে

তুমি নিজ হাতে বধু সাজাইয়া

দিওরে......

ও প্রাণ বান্ধব রে.............

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে!

Zain SBS G

চাঁদনীরাইতে আইসো গো বন্ধু

চাঁদের ও বাহার...

তোমারে বানাইয়া রাখব

আমার গলার হাররে...

চাঁদনীরাইতে আইসো গো বন্ধু

চাঁদের ও বাহার

তোমারে বানাইয়া রাখব

আমার গলার হাররে

তোমার আত্মাতে আত্মামিশাইয়া রবরে

তোমার আত্মাতে আত্মা মিশাইয়া

রবরে......

ও প্রাণ বান্ধব রে................

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে!

Zain SBS G

আমার বিয়ার বরযাত্রী

চারজনারে দেখি

তারা আমায় রাইখা আসবে

দিয়া মোরে ফাঁকিরে...

আমার বিয়ার বরযাত্রী

চারজনারে দেখি

তারা আমায় রাইখা আসবে

দিয়া মোরে ফাঁকিরে...

সাধক চাঁন মিয়ারে সংগে করে নিওরে

সাধক চাঁন মিয়ারে সংগে করে

নিওরে......

ও প্রাণ বান্ধব রে.............

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে!

তুমি ডাক দিলে অবলার

পাণে চাইওরে............

তুমি ডাক দিলে অবলার

পাণে চাইওরে............

ও প্রাণ বান্ধব রে.......

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে!

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে!

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে!

ধীরে ধীরে যাইও

ফিরা পাণে চাইও রে!

Mehr von গামছা পলাশ

Alle sehenlogo

Das könnte dir gefallen