menu-iconlogo
huatong
huatong
avatar

বড়ো অভিমান করে চলে গেছো /Hamid_WE

জটিলেশ্বর মুখোপাধ্যায়huatong
Hamid___🆆🅴huatong
Liedtext
Aufnahmen
বড়ো অভিমান করে, চলে গেছো,

আর, বলেই...গেছো, ফিরে আসবেনা..

বড়ো অভিমান করে, চলে গেছো,

আর, বলেই...গেছো ফিরে আসবেনা..

আমি জানি, হার মানবে,

তবু দূরে থাকা ভালোবাসবেনা...।

অভিমান করে, চলে গেছো,

আর, বলেই...গেছো, ফিরে আসবেনা...

Hamid_C_F_S & Sabinayasmin05

তাইতো আমি,পাইনা ভয়।

চাইনা পথ..কোনো সময়...।

তাইতো আমি পাইনা ভয়।

চাইনা পথ... কোনো সময়...।

আমি না কাঁদালে হাসালে,

তুমি কাঁদবেনা..., আর আসবেনা।

অভিমান...করে চলে গেছো,

আর, বলে গেছো, ফিরে আসবেনা..

আমারো তো সেই.. কথা, হয়, তোমায়..

কিছু বলা..না হয়, অখন্ড নীরবতা..।

আমারো তো সেই কথা, হয়, তোমায়

কিছু বলা..না হয় অখন্ড নীরবতা...।

একাতো কথা, হয় না তাই,

গানের সুরে, নিয়েছি ঠাঁই...

একাতো কথা, হয় না তাই,

গানের সুরে, নিয়েছি ঠাঁই...

আরো কতোদিন কে জানে,

তুমি, ফিরে আসার, স্রোতে ভাসবেনা...।

অভিমান করে, চলে গেছো,

আর, বলেই গেছো, ফিরে আসবেনা..

আমি জানি, হার.. মানবে,

তবু দূরে থাকা, ভালোবাসবেনা...।

অভিমান করে, চলে গেছো,

আর,বলেই...গেছো ফিরে আসবেনা

Mehr von জটিলেশ্বর মুখোপাধ্যায়

Alle sehenlogo

Das könnte dir gefallen