menu-iconlogo
huatong
huatong
avatar

একদিন এমন একদিন আসবে💟Ekdin emon ekdin asbe

নিশিতা বড়ুয়াhuatong
Orpo_ABS🇧🇩huatong
Liedtext
Aufnahmen
একদিন এমন একদিন

শিল্পীঃনিশিতা বড়ুয়া

গীতিকারঃজাহাঙ্গীর রানা

Uploaded by

Md.Raton_ABS🇧🇩

======================

1=একদিন এমন একদিন আসবে,

কাঁদবে তুমি কাঁদবে

=====================

2=একদিন এমন একদিন আসবে,

কাঁদবে তুমি কাঁদবে

আমারে হারাইয়া তুমি

নয়ন জলে ভাসবে!

1=সেদিন আমায় খুঁজে পাবেনা

সেদিন আমায় খুঁজে পাবেনা

====================

Choice by Rima_ABS🇧🇩

====================

1=ভুলের মালা ছিঁড়বে যে দিন

আমায় তুমি খুঁজবে সেই দিন

ভুলের মালা ছিঁড়বে যে দিন

আমায় তুমি খুঁজবে সেই দিন

2=পাগলেরি বেশে তুমি,কাঁদবে আবার হাসবে।

পাগলেরি বেশে তুমি, কাঁদবে আবার হাসবে

1=সেইদিন আমায় খুঁজে পাবে না

সেইদিন আমায় খুঁজে পাবে না

=====================

Created by ABS🇧🇩

=====================

1=সেদিন আমি থাকবো দুরে

যাবে তোমার বুকটি ছিঁড়ে

সেদিন আমি থাকবো দুরে

যাবে তোমার বুকটি ছিঁড়ে

2=আকুলি বিকুলি করে আমায় তুমি ডাকবে।

আকুলি বিকুলি করে আমায় তুমি ডাকবে।

1=সেইদিন আমায় খুঁজে পাবেনা না না......

সেইদিন আমায় খুঁজে পাবেনা

======================

Choice by Rima_ABS🇧🇩

======================

1=ভালোবাসার এই প্রতিদান

অবহেলা আর অপমান

ভালোবাসার এই প্রতিদান

অবহেলা আর অপমান

2=জাহাঙ্গীর রানা কয় তুমি,শেষ বিচারে ফাঁসবে।

জাহাঙ্গীর রানা কয় তুমি, শেষ বিচারে ফাঁসবে

1=সেইদিন আমায় খুঁজে পাবে না না না

সেইদিন আমায় খুঁজে পাবে না

একদিন এমন একদিন আসবে,কাঁদবে তুমি কাঁদবে

আমারে হারাইয়া তুমি নয়ন জলে ভাসবে!

সেইদিন আমায় খুঁজে পাবে না

সেইদিন আমায় খুঁজে পাবে না

সেইদিন আমায় খুঁজে পাবে না না না...

সেইদিন আমায় খুঁজে পাবে না

(জয় হোক বিশুদ্ধ ভালোবাসার)

Mehr von নিশিতা বড়ুয়া

Alle sehenlogo

Das könnte dir gefallen