menu-iconlogo
huatong
huatong
avatar

আমি এক পাহারাদার(ORG)/H.PUTUL_WE

ফেরদৌস ওয়াহিদhuatong
H.PUTUL_🆆🅴huatong
Liedtext
Aufnahmen
(বস্তিওয়ালা জাগো—-)

আমি এক পাহারাদা-র

সাধ‍্য আছে কার বাবা..র

আমি এক পাহারাদা-র

সাধ‍্য আছে কার বাবা..র

আমার চোখে,

আমার চোখে ধুলা দিয়া

হইয়া যাবি পা~~র

আমি এক পাহারাদা-র

সাধ‍্য আছে কার বাবা..র

আমি এক পাহারাদা-র

<<==H.PUTUL_WE==>>

( কে বা-বা রাইতের বেলা ঘুরঘুর করতাছো চুরির মতলব বুঝি হ‍্যাঁ

যা খাইটা খা হা হা আর খাবি কত)

হে হে হাঁস খাইলি বাঁশ খাইলি

খাইলি গোলার ধা..ন

দুইখান মানুষ বছর বছর

হইলি যে দশখা…ন

হে হাঁস খাইলি বাঁশ খাইলি

খাইলি গোলার ধা..ন

দুইখান মানুষ বছর বছর

হইলি যে দশখা..ন

ঘরের মধ্যে নাই ঠাঁই

পথে ঘাটে জায়গা নাই

কয়দিন পরে দুনিয়াটা.. হইব রে ছারখার

আমি এক পাহারাদা-র

সাধ‍্য আছে কার বাবা..র

আমি এক পাহারাদা-র (হা হা )

<<===Hamid_WE===>>

( এই শালা মানুষ দেইখা পথ চলতে পারস না। রাইত কানা নাকি। ওরে বাবা কত মোটা রে।কোন দোকানের চাল খাও বাবা)

হে হে খুন করলি ডাকাতি করলি

করলি কত চুরি…

পরের ধন লুইটা পুইটা

বাড়াইলি তোর ভুরি…এ হে

হে খুন করলি ডাকাতি করলি

করলি কত চুরি…

পরের ধন লুইটা পুইটা

বাড়াইলি তোর ভুরি…

শোনরে শোন ঐ ভোমসা পাঠা

এইবার যাইবো গর্দান কাটা

অন‍্যায় কইরা বাঁচবো না রে…

কোন মজুদদা..র

আমি এক পাহারাদা-র

সাধ‍্য আছে কার বাবা..র

আমার চোখে,

আমার চোখে ধুলা দিয়া

হইয়া যাবি পা~~র

আমি এক পাহারাদা-র

সাধ‍্য আছে কার বাবা..র

*** ধন‍্যবাদ***

Mehr von ফেরদৌস ওয়াহিদ

Alle sehenlogo

Das könnte dir gefallen