menu-iconlogo
huatong
huatong
avatar

বন্ধু সেই দেখা কেনো শেষ দেখা হলো

বশির আহমেদhuatong
💫🆕♈E🅰️®️💫🌈P.&.H.huatong
Liedtext
Aufnahmen
"বন্ধু সেই দেখা কেনো শেষ দেখা হলো"

-- বশির আহমেদ

চয়েস & আপলোডঃ

>>>শাহ আলমP..&.H<<<

বন্ধু....

সেই দেখা কেনো..

শেষ দেখা হলো,

বন্ধু...

সেই দেখা কেনো....

শেষ দেখা হলো

যদি এমন কোন ঠিকানা আমি জানতাম

তবে চিঠি লিখে, একটি প্রশ্নই রাখতাম

বন্ধু..

সেই দেখা কেনো..

শেষ দেখা হলো।

?

>>>শাহ আলম P.&.H<<<

কতবার,দেখা হয়েছে

কত যে,কথা হয়েছে

কোনোদিন কখনো কিছু বলোনি

কনোকথা নিজে থেকে কভু তোলনি

কেনো যে সেদিন তুমি বললে

কেনো যে সেদিন তুমি বললে

একসাথে, দুজনার, একটি ছবি তুলি চলো

কেনো যে তা শেষ দেখা হলো

বন্ধু..

সেই দেখা, কেনো..

শেষ দেখা হলো।

?

>>>শাহ আলম P.&.H<<<

কতবার ছেড়ে এসেছি

কেঁদেছি, কখনো হেসেছি

কখনো বিদায় জানাতে, আসনি

অকারণ অশ্রু সাগরে, ভাসনি

কেন যে বিদায় নিতে এলে

কেন যে বিদায় দিতে এলে

সে লগন,সেই দিন,কতযে মধুর ছিল বলো

কেনো সে মিলন বৃথা হলো

বন্ধু....

সেই দেখা,কেনো..

শেষ দেখা হলো

বন্ধু...

যদি এমন কোন ঠিকানা, আমি জানতাম

তবে চিঠি লিখে, একটি প্রশ্নই রাখতাম

বন্ধু..

সেই দেখা কেনো..

শেষ দেখা হলো

বন্ধু..

শেষ দেখা হলো

বন্ধু..

===ধন্যবাদ ===

Mehr von বশির আহমেদ

Alle sehenlogo

Das könnte dir gefallen