menu-iconlogo
huatong
huatong
--cover-image

হায় বড়পির আব্দুল কাদির

বাউল গানhuatong
zainabalmoosawi6huatong
Liedtext
Aufnahmen
হায় বড়পির আব্দুল কাদির জিলানের জিলানি

তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি

হায় বড়পির আব্দুল কাদির জিলানের জিলানি

তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি

হায় বড়পির আব্দুল কাদির..

জন্ম আপনার জিলানেতে

তরিকাতে কাদরিয়া

আবুছালে মুসা জংগি

আপনার হলেন পিতা

জন্ম আপনার জিলানেতে

তরিকাতে কাদরিয়া

আবুছালে মুসা জংগি

আপনার হলেন পিতা

উমুল খায়ের মা ফাতিমা

উমুল খায়ের মা ফাতিয়া

আপনার ও জননী

তুমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি

হায় বড় পির আব্দুর কাদির....

মা জননী কুরআন পরে

গর্বেতে রেখে সন্তান

আঠারো চিপারা কুরআন

মকস্ত করিয়া যান

মা জননী কুরআন পরে

গর্বেতে রেখে সন্তান

আঠারো চিপারা কুরআন

মকস্ত করিয়া যান

মায় জানতেন না ছেলের এই গুন

মায় জানতেন না ছেলের এই গুন

হয়েও গর্ব দারিনি

তুমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি

হায় বড়পির আব্দুল কাদির....

পিরের যখন জন্ম হলো

রমজানের ছিলো সময়

দিনের বেলায় কায়না দুধো

থাতে পিরের রুজা হয়

পিরের যখন জন্ম হলো

রমজানের ছিলো সময়

দিনের বেলায় কায়না দুধো

থাতে পিরের রুজা হয়

পিরের কাছে বান্দা আছে

পিরের কাছে বান্দা আছে

পেরেস্তা আর আস্মানি

তুমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি

হায় বড় পির আব্দুল কাদের...

আমার কি আর সাদ্দ আছে

গাইতে আপনার জিবনি

মুক্তাদি কালেরে আপনি

এনে দিলেন রুহানি

আমার কি আর সাদ্দ আছে

গাইতে আপনার জিবনি

মুক্তাদি কালেরে আপনি

এনে দিলেন রুহানি

কয় বিরহি আলাউদ্দিন

কয় বিরহি আলাউদ্দিন

মারপতেরি কনি

তুমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি

হায় বড় পির আব্দুর কাদির...

হায় বড়পির আব্দুল কাদির জিলানের জিলানি

তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি

হায় বড়পির আব্দুল কাদির জিলানের জিলানি

তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি

হায় বড়পির আব্দুল কাদির..

ধন্যবাদ

Mehr von বাউল গান

Alle sehenlogo

Das könnte dir gefallen