menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি কার লাগিয়া গাথরে সখি বকুল ফুলের মালা

মনির খানhuatong
misslady20032006huatong
Liedtext
Aufnahmen

M তুমি কার লাগিয়া..

তুমি কার লাগিয়া গাঁথরে সখি

বকুল ফুলের মালা

তুমি কার লাগিয়া গাঁথরে সখি

বকুল ফুলের মালা

নিশি রাতে কুঞ্জবনে,

নিশি রাতে কুঞ্জবনে

আসবে কি শ্যাম কালারে তুমি

কার লাগিয়া.....

F তুমি কার লাগিয়া গাঁথরে সখি

বকুল ফুলের মালা

তুমি কার লাগিয়া গাঁথরে সখি

বকুল ফুলের মালা

মিউজিক ফলো করুন

মিউজিকটা ভালো লাগলে

লাইক দিতে ভুলবে না

From Bondho Mohol Group

M কৃষ্ণ তোমার রাখাল বেশে

বাজায় বাঁশের বাঁশি

সুরে সুরে বলে শুধু

তোমায় ভালোবাসিরে..

তোমায় ভালোবাসি

F কৃষ্ণ তোমার রাখাল বেশে

বাজায় বাঁশের বাঁশি

সুরে সুরে বলে শুধু

তোমায় ভালোবাসিরে..

তোমায় ভালোবাসি

সে যে ইচ্ছে করে রাত দুপুরে

ইচ্ছে করে রাত দুপুরে

বাড়ায় বুকের জ্বালারে তুমি

কার লাগিয়া..

তুমি কার লাগিয়া গাঁথরে সখি

বকুল ফুলের মালা

তুমি কার লাগিয়া গাঁথরে সখি

বকুল ফুলের মালা

M ঘরে তোমার মন বসেনা

মন যে হয় উদাসী

দেখা হলে বল তারে

করতে চরণ দাসীরে..

করতে চরণ দাসী

F ঘরে তোমার মন বসেনা

মন যে হয় উদাসী

দেখা হলে বল তারে

করতে চরণ দাসীরে..

করতে চরণ দাসী

তারে বারন কর বিনয় করে

বারন কর বিনয় করে

খেলতে নিঠুর খেলারে তুমি

কার লাগিয়া..

M তুমি কার লাগিয়া গাঁথরে সখি

বকুল ফুলের মালা

তুমি কার লাগিয়া গাঁথরে সখি

বকুল ফুলের মালা

নিশি রাতে কুঞ্জবনে

নিশি রাতে কুঞ্জবনে

আসবে কি শ্যাম কালারে তুমি

কার লাগিয়া..

মিউজিক ফলো করুন

F তুমি কার লাগিয়া গাঁথরে সখি

বকুল ফুলের মালা

তুমি কার লাগিয়া গাঁথরে সখি

বকুল ফুলের মালা

Mehr von মনির খান

Alle sehenlogo

Das könnte dir gefallen