menu-iconlogo
huatong
huatong
avatar

HD তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি

শাহারিয়ার ইসলামhuatong
juc5x5cinivtshuatong
Liedtext
Aufnahmen
তুমি আমার মনের মাঝি

=============

ছবি-ঝিনুক মালা

শিল্পীঃ এন্ড্রু কিশোর ও

সাবিনা ইয়াসমিন।

মিউজিকটি কেউ কপি করবেন না

ধরতে পারলে আপনার গ্রুপে গিয়ে

আপনাকে অপমানিত করা হবে,

*আ-প-লো-র্ড- বাই*

*শাহারিয়ার ইসলাম*

**সুরের পাখি গ্রুপ**

*************

M>তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি

আমার বাড়ী যাইও দিমু ভালোবাসা।

F>তুমি আমায় পাগল কইরো না-যামু তোমার বাড়ী

তোমার পায়ে মরিবার-বাসনা রাখি।

M>তুমি আমার মনের মাঝি-আমার পরাণ পাখি

আমার বাড়ী যাইও-দিমু ভালোবাসা।

F>তুমি আমায় পাগল কইরো না-যামু তোমার বাড়ী

তোমার পায়ে মরিবার-বাসনা রাখি।

M>তুমি আমার মনের মাঝি।

মিউজিকটি কেউ কপি করবেন না

ধরতে পারলে আপনার গ্রুপে গিয়ে

আপনাকে অপমানিত করা হবে,

*আ-প-লো-র্ড- বাই*

*শাহারিয়ার ইসলাম*

**সুরের পাখি গ্রুপ**

*************

M>প্রেমের যমুনা'তে, মন আমি ভাসাইয়াছি।

F>প্রেমের তরী খানি, কূলে আমি ভিড়াইয়াছি।

**************

M>প্রেমের যমুনাতে, মন আমি ভাসাইয়াছি।

F>প্রেমের তরী খানি, কূলে আমি ভিড়াইয়াছি।

M>তোমার লাইগা আমি সইতে যে পা-রি-শত বেদনা

F>যত দিন বাঁইচা রইমু ছাইড়া যাইও না-ছাইড়া যাইও না

M>তুমি আমার মনের মাঝি-আমার পরাণ পাখি,

আমার বাড়ি যাইও-দিমু ভালোবাসা।

F>তুমি আমায় পাগল কইরো না।

মিউজিকটি কেউ কপি করবেন না

ধরতে পারলে আপনার গ্রুপে গিয়ে

আপনাকে অপমানিত করা হবে,

*আ-প-লো-র্ড- বাই*

*শাহারিয়ার ইসলাম*

**সুরের পাখি গ্রুপ**

*************

M>তোমারে পাইয়া আমি-চাঁদ হাতে ধরিয়াছি।

F>তোমার কথা শুইনা, সুখে মন ভরিয়াছি।

*************

M>তোমারে পাইয়া আমি, চাঁদ হাতে ধরিয়াছি।

F>তোমার কথা শুইনা, সুখে মন ভরিয়াছি।

M>পরাণ খুইলা বলো, ভুইলা যাইবানা-ভুইলা যাইবানা

F>সাক্ষী রইলো চন্দ্র সূর্য, ছাড়মু না তোমারে-ছাইড়া যামু না

M>তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি

আমার বাড়ী যাইও দিমু ভালোবাসা।

F>তুমি আমায় পাগল কইরো না-যামু তোমার বাড়ী

তোমার পায়ে মরিবার-বাসনা রাখি।

M>তুমি আমার মনের মাঝি।

*****ধন্যবাদ*****

Mehr von শাহারিয়ার ইসলাম

Alle sehenlogo

Das könnte dir gefallen

HD তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি von শাহারিয়ার ইসলাম - Songtext & Covers