menu-iconlogo
huatong
huatong
avatar

ভাবি যেন লাজুক লতা

সত্য সাহাhuatong
100022074722huatong
Liedtext
Aufnahmen
ভাবী যেন লাজুক লতা

ছলা কলা কিছুই জানে না

সে যে মনের কথা মনে রাখে

মুখে আনে না।।

ভাবী যেন লাজুক লতা

ছলা কলা কিছুই জানে না

সে যে মনের কথা মনে রাখে

মুখে আনে না।।

ভাবী যেন লাজুক লতা...

?

?

?

মালার বাধনে হিয়া বাধা পড়েছে

শরম লাবনী যেন অঙে ঝরেছে

?

মালার বাধনে হিয়া বাধা পড়েছে

শরম লাবনী যেন অঙে ঝরেছে

মনে পড়ে সেই যে লগন

যারে ভোলা যায় না

আহা মনে পড়ে সেই যে লগন

যারে ভোলা যায় না-

সে যে মনের কথা মনেই রাখে মুখে আনে না,

ভাবী যেন লাজুক লতা।।

?

?

এই যে প্রহর কেন আসে না প্রতিদিন

এই যে প্রহর কেন আসে না প্রতিদিন

মিলন মাধুরী তবে হতো না বিলিন।।

?

?

?

উৎসব রাত এলো স্বপ্ন নিয়ে

ভীরু বাসনার এ মননিরবে রাঙিয়ে,

?

উৎসব রাত এলো স্বপ্ন নিয়ে

ভীরু বাসনার এ মননিরবে রাঙিয়ে

এমন করে হাজার বছর

বাসর হয়ে থাকনা

আহা এমন করে হাজার বছর

বাসর হয়ে থাকনা-

সে যে মনের কথা মনে রাখে

মুখে আনে না

ভাবী যেন লাজুক লতা

ছলা কলা কিছুই জানেনা

সে যে মনে কথা মনেই রাখে

মুখে আনে না

ভাবী যেন লাজুক লতা।।

ধন্যনাদ ?

Mehr von সত্য সাহা

Alle sehenlogo

Das könnte dir gefallen