menu-iconlogo
huatong
huatong
2-chainz-sobari-mone-ache-cover-image

Sobari Mone Ache

2 Chainzhuatong
prettyeyesme2002huatong
Liedtext
Aufnahmen
"সবারি মনে আছে একটি আশা"

এন্ডু কিশোর ও কনক চাঁপা

?‍ মেয়েঃ সবারি মনে আছে... একটি আশা...

প্রিয় জনের সাথে,জী…বনে বাঁধবে বাসা

?‍ ছেলেঃ সবারি মনে আছে.… একটি আশা...

প্রিয় জনের সাথে,জী..বনে বাঁধবে বাসা

?‍ ছেলেঃ কিছু কিছু চোঁখ আছে স্বপ্ন দেখে...

কিছু কিছু মন আছে ভালোবাসে...

?‍ মেয়েঃ কিছু কিছু চোঁখ আছে স্বপ্ন দেখে...

কিছু কিছু মন আছে ভালোবাসে...

?‍ ছেলেঃ ভালোবাসা দিতে চাই ভালোবাসা নিতে চাই

এছাড়া নাই চাওয়া নাই

নাও খুঁজে নাও,নাও বুজে নাও

চোখেরি ভাষা

?‍ মেয়েঃ সবারি মনে আছে... একটি আশা...

প্রিয় জনের সাথে,জী..বনে বাঁধবে বাসা

?‍ মেয়েঃ কারো কারো সুখ লাগে, দুঃখ পেয়ে...

কারো কারো রাত কাটে জেগে জেগে....

?‍ ছেলেঃ কারো কারো সুখ লাগে, দুঃখ পেয়ে...

কারো কারো রাত কাটে জেগে জেগে

?‍ মেয়েঃ কাছে এলে কথা হয়

দূরে গেলে ব্যাথা হয়

এভাবেই প্রেম বুঝি হয়

দিন যত যায়,যায় বেড়ে যায়

প্রেমেরো নেশা

?‍ ছেলেঃ সবারি মনে আছে একটি আশা..

প্রিয় জনের সাথে, জী..বনে বাঁধবে বাসা...

?‍ মেয়েঃ সবারি মনে আছে একটি আশা...

প্রিয় জনের সাথে, জী..বনে বাঁধবে বাসা...

? যবানিকা ?

Mehr von 2 Chainz

Alle sehenlogo

Das könnte dir gefallen