menu-iconlogo
huatong
huatong
abdul-hadi-ekbar-jodi-keu-valobasto-cover-image

Ekbar Jodi Keu Valobasto

Abdul Hadihuatong
ositovasqhuatong
Liedtext
Aufnahmen
একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো

এ জীবন তবু কিছু না কিছু পেতো

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো

arrange shymoon

to get more song,search

& check my songbook

যদি এমন হতো একটি কথা

আমায় বলে কেউ ভেঙে দিতো

সব নীরবতা

যদি এমন হতো একটি কথা

আমায় বলে কেউ ভেঙে দিতো

সব নীরবতা

এ জীবন তবু কিছু না কিছু পেতো

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো

যদি এমন হতো একটি শ্রাবণ

আমায় কাঁদিয়ে বলে যেত সে

এইতো মরণ

যদি এমন হতো একটি শ্রাবণ

আমায় কাঁদিয়ে বলে যেত সে

এইতো মরণ

এ জীবন তবু কিছু না কিছু পেতো

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো

এ জীবন তবু কিছু না কিছু পেতো

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো

Mehr von Abdul Hadi

Alle sehenlogo

Das könnte dir gefallen