menu-iconlogo
huatong
huatong
abdul-hadi-keu-konodin-amareto-cover-image

Keu Konodin Amareto

Abdul Hadihuatong
michelleholland2000huatong
Liedtext
Aufnahmen
কেউ কোনো দিন আমারে তো

শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদি

কি করে বলিব আমি

কি করে বলিব আমি

আমার মনে বড় জ্বালা

মনে বড় জ্বালা

কেউ কোনো দিন আমারে তো

কেউ কোনো দিন আমারে তো

কথা দিলো না

কথা দিলো না

বিনি সূতার মালাখানি

বিনি সূতার মালাখানি

গাঁথা হইলো না

গাঁথা হইলো না

ও এই জ্বালা যে এমন জ্বালা

যায়না মুখে বলা

বুঝতে গেলে সোনার অঙ্গ

তোমার....

বুঝতে গেলে সোনার অঙ্গ

পুড়ে হবে কালা

ও লালন মরলো জল পিপাসায়

থাকতে নদী মেঘনা

হাতের কাছে ভরা কলস

আমার

হাতের কাছে ভরা কলস

তৃষ্ণা মেটে না

কেউ কোনো দিন আমারে তো

কেউ কোনো দিন আমারে তো

কথা দিলো না

কথা দিলো না

ও ভালোবাসার অপরাধে

হয়েছিল দোষী

তাই বলে থেমে ছিল

বলো

তাই বলে থেমে ছিল কদম তলার বাঁশি

ও দংশিলে পিরীতের বিষে

ওঝা মিলে না রে

এই মরণ যে সুখের মরণ

হায়রে

এই মরণ যে সুখের মরণ

দেখলাম জনম ভরে

কেউ কোনো দিন আমারে তো

কেউ কোনো দিন আমারে তো

কথা দিলো না

কথা দিলো না

বিনি সূতার মালাখানি

বিনি সূতার মালাখানি

গাঁথা হইলো না

গাঁথা হইলো না

Mehr von Abdul Hadi

Alle sehenlogo

Das könnte dir gefallen