menu-iconlogo
huatong
huatong
abhishek-bachchan-roopkathar-kobita-cover-image

Roopkathar Kobita

Abhishek Bachchanhuatong
pornthipmailhuatong
Liedtext
Aufnahmen
উড়ছে বিকেল ঘুড়ি

নীলচে সাদা খামে

জমছে ভালোবাসা

তোর ওই ডাকনামে

ধীরে ধীরে হারাবে কি না বল

পথের বাঁকে?

তুই হাসলে হাজার পরী

নেমে আসে মাঝরাতে

জলছবি এঁকে তাই

অজানায় হেঁটে যাই

পাগল আমি আমার মাঝে তোকে

খুঁজে বেড়াই

তাই স্বপ্ন দু'চোখে রাখি

তোর ইশারায় নাকি

উড়তে বসে এ শহর

আয় না তোর চোখে লিখি এক

রূপকথার কবিতা

আয় না তোর ঠোঁটে আঁকি দেখ

সেই উষ্ণ ছবিটা

তোরই ছায়াতে ডুবে যাওয়াতে

আশকারা দিবি, বল?

আমারও ইচ্ছেগুলো চুপি চুপি

করছে কোলাহল

কেন দূরে, আরো দূরে

কানে কানে, সুরে সুরে

মিছিমিছি চলাচল?

তুই হাসলে হাজার পরী

নেমে আসে মাঝরাতে

জলছবি এঁকে তাই

অজানায় হেঁটে যাই

পাগল আমি আমার মাঝে তোকে

খুঁজে বেড়াই

তাই স্বপ্ন দু'চোখে রাখি

তোর ইশারায় নাকি

উড়তে বসে এ শহর

আয় না তোর চোখে লিখি এক

রূপকথার কবিতা

আয় না তোর ঠোঁটে আঁকি দেখ

সেই উষ্ণ ছবিটা

Mehr von Abhishek Bachchan

Alle sehenlogo

Das könnte dir gefallen