menu-iconlogo
huatong
huatong
avatar

কি হবে কান্দিয়া মনের খাচা,ki hobe kandia

Adnan Kabirhuatong
shavemehuatong
Liedtext
Aufnahmen
কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাংগিয়া

উইরা গেছে প্রানের বিন্দিয়া

কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাংগিয়া

উইরা গেছে প্রানের বিন্দিয়া

আদর যতন করিয়া

বুকে রাখলাম জড়াইয়া

পোষ মানলোনা গেলো উড়িয়া

ও পাখি পোষ মানলোনা গেলো উড়িয়া

অন্তরে নাই মায়া কাটলি আমার ছায়া

কোন আশাতে গেলি পাখি আমায় ছাড়িয়া

ও অন্তরে নাই মায়া কাটলি আমার ছায়া

কোন আশাতে গেলি পাখি আমায় ছাড়িয়া

আশাতে বান্ধিয়া নিলি অথয় জলে ডুবাই দিলি

কূল কিনারা নাইরে তোর আজব দরিয়া

পাখি পোষ মানলোনা গেলো উড়িয়া

ও পাখি পোষ মানলোনা গেলো উড়িয়া

মিথ্যা সুখের আশাতে শান্তি নাই এই মনে তে

কষ্টের কথা কারে বলি পাইনা খুজিয়া

ও মিথ্যা সুখের আশাতে

শান্তি নাই এই মনে তে

কষ্টের কথা কারে বলি পাইনা খুজিয়া

মনে ব্যাথা দিয়া গেলি আমারে পর কইরা দিলি

মিথ্যা বাদি অহংকারী করলি ছলনা পাখি

পোষ মানলোনা গেলো উড়িয়া

ও পাখি পোষ মানলোনা গেলো উড়িয়া

কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাংগিয়া

উইরা গেছে প্রানের বিন্দিয়া

আদর যতন করিয়া বুকে রাখলাম জড়াইয়া

পোষ মানলোনা গেলো উড়িয়া

ও পাখি পোষ মানলোনা গেলো উড়িয়া

ও পাখি পোষ মানলোনা গেলো উড়িয়া

Mehr von Adnan Kabir

Alle sehenlogo

Das könnte dir gefallen