menu-iconlogo
huatong
huatong
avatar

Onterete Dag Lagaiya Re

Akash Mahmudhuatong
★𝙅𝙄𝘽𝙊𝙉★—͟͟͞͞𖣘𝘽𝙊𝙎𝙎࿐©️huatong
Liedtext
Aufnahmen
মিস্টি কথায় ভুইলা তুমি

আসল পিরিত খুজলা না।

কাটার আঘাত দিলা বন্ধু

ফুল তাে কভু দিলা না।

মিস্টি কথায় ভুইলা তুমি

আসল পিরিত খুজলা না।

কাটার আঘাত দিলা বন্ধু

ফুল তাে কভু দিলা না।

অন্তরতে দাগ লাগাইয়া রে।

বন্ধু আমার হইলানা।

কলিজা পুড়াইয়া গেলা রে

বন্ধু আমার রইলানা।

অন্তরেতে দাগ লাগাইয়ী রে

বন্ধু আমার হইলানা ।

কলিজা পুড়াইয়া গেলা রে।

বন্ধু আমার রইলানা ।

মিউজিক

জোয়ার কালে শুকনা গাঙে

নামে পানির ঢল

নিঠুর বন্ধু আমার সাথে

করলায় শুধু ছল।

জোয়ার কালে শুকনা গাঙে

নামে পানির ঢল

নিঠুর বন্ধু আমার সাথে

করলায় শুধু ছল ।

রডিন চোখে

এখন রউিন চোখে সবাই ভালা

আমি কেবল ভালা না

অন্তরেতে দাগ লাগাইমা রে

বন্ধু আমার হইলানা

কলিজা পুড়াইয়া গেলা রে।

বন্ধু আমার রইলানা

অন্তরেতে দাগ লাগাইয়া রে।

বন্ধু আমার হইলানা

কলিজা পুড়াইয়া গেলা রে

বন্ধু আমার রইলানা

মিউজিক

ভালােবাইসা সব সপিলাম

জাতি কুলমান

সেই মানুষে মন মজাইয়া

হয়রে ও পাষাণ

মিউজিক

ভালােবাইসা সব সপিলাম

জাতি কুলমান

সেই মানুষে মন মজাইয়া

হয়রে ও পাষাণ

মুরাদেরে কাঙাল মুরাদেরে ডুবাইতে

একটি বারও ভাবলানা

অন্তরেতে দাগ লাগাইয়া রে

বন্ধু আমার হইলানা।

কলিজা পুড়াইয়া গেলা রে।

বন্ধু আমার রইলানা ।

অন্তরতে দাগ লাগাইয়া রে

বন্ধু আমার হইলানা

কলিজা পুড়াইয়া গেলা রে

বন্ধু আমার রইলানা।

Mehr von Akash Mahmud

Alle sehenlogo

Das könnte dir gefallen